জ্যোতিষশাস্ত্রে রাহু ও শুক্রদেবের আলাদা মাহাত্ম্য রয়েছে। যে সমস্ত রাশি এই দুই গ্রহের কৃপায় আসেন, তাঁরা বিপুল লাভ করে থাকেন নানান দিক থেকে। আসন্ন সময়ে রয়েছে রাহু ও শুক্রদেবের যুতি। তারফলে বহুরাশি লাভের মুখ দেখতে চলেছেন। আসন্ন সময়ে তৈরি হবে, রাহু ও শুক্রদেবের যুতি মীন রাশিতে হতে চলেছে। দেখা যাক, তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক,লাকি কারা।
বৃষ
আর্থিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন এই যুতির ফলে। কেরিয়ারের দিক থেকে সাফল্য পাবেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ব্যবসায় মনের মতো কিছু প্রাপ্তি হতে পারে। চাকরিরতদের প্রমোশন হতে পারে। ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। এরফলে এই সময় নতুন সুযোগ আসতে পারে। আপনার আমদানি বাড়তে পারে। আপনাদের কথায় মানুষজন প্রভাবিত হতে পারে। পরিবারের পরিস্থিতিও আনন্দের থাকে। স্বাস্থ্য ভালো থাকবে।
কর্কট
কর্কট রাশির জন্য এই যুতি কোথাও না কোথাও আনন্দের পসরা নিয়ে আসবে। বিদেশে পড়া বা চাকরি করার ইচ্ছা যাঁদের থাকবে, তাঁরা হবেন ধনবান। রাজনৈতিক বা সামাজিক কাজ করেন এমন লোকজন পাবেন নানান দিক থেকে সুবিধা। কেরিয়ারের জন্য আসবে উন্নতির বার্তা। আর্থিক লাভের যোগ তৈরি হতে পারে। পরিবারের সবচেয়ে বড় সদস্যের সহযোগিতা পাবেন। কেরিয়ারের উন্নতি হবে। সুখ সম্পত্তির উন্নতি হবে।
( Theft Incident at Fadnavis oath Ceremony: ফড়ণবিসের শপথ সভায় চোরের উপদ্রব! সোনার চেন, নগদ টাকা সহ ১২.৪ লাখের জিনিস চুরি)
( Shanidev Surya Yuti Rashifal: শনিদেব ও সূর্যের যুতিতে ভালো চাকরির সুযোগ আসন্ন, আসবে প্রমোশনের যোগ! লাকিদের তালিকা রইল)
( '২৬/১১ নিয়ে তখনের ভারত উত্তর পায়নি, আমরা পাকিস্তানকে জবাব দিয়েছি উরি নিয়ে’, গর্জন জয়শংকরের)
বৃশ্চিক
এই সময়কালে কিছু নতুন জিনিস শিখতে পারবেন। চাকরিতে বেশ কিছু নতুন দায়িত্ব বাড়বে। কেরিয়ারের উন্নতি আপনাকে চমকে দেবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। জীবনে আসবে সুখ সমৃদ্ধি। আমদানি বাড়বে। ব্যবসায় উন্নতি হবে।
কবে এই যুতি রয়েছে? বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ২৮ জানুয়ারি, ২০২৫ সালে এই যুতি তৈরি হবে। এরফলে অনেকের ভাগ্যই ঘুরে যাবে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )