শনিদেবের এক চালেই ভাগ্যে রকেট গতিতে উন্নতি ৫ রাশির! লাকিরা কী কী পাবেন?
1 মিনিটে পড়ুন Updated: 08 May 2025, 06:00 PM IST- শনিদেব পশ্চাদমুখী হতে চলেছেন। আগামী ১৩ জুলাই থেকে শনি বক্রী হবে এবং ২৮ নভেম্বর, ২০২৫ তারিখে আবার সরাসরি হবে। ♛শনির বক্রী দশা কিছু রাশির জন্য সমস্যা তৈরি করবে এবং কিছু রাশির জন্য উপকার বয়ে আনবে। এর পরে, শনি সরাসরি ঘোরে এবং অনেক রাশিচক্র ভাগ্য লাভ করবে। শনি বক্রী হওয়ার কারণে, শনির সাড়েসাতি এবং ঢাইয়ার প্রভাবে যাঁরা ভুগছেন এমন ব্যক্তিরাও উপকৃত হবেন।
কোন রাশির জাতকরা এই সুবিধা পাবেন
শনির বিপরীতমুখী গতির ফলে পাঁচটি রাশির জাতক জাতিকারা উপকৃত হবেন, এর মধ্যে রয়েছে মেষ, মিথুন, ওকর্কট, কুম্ভ এবং মীন। এর পরে, নভেম্বরে যখন শনি সরাসরি চলে আসবে, তখন এই রাশিচক্রের জাতকদের আরও সুবিধা পাওয়ার সম্ভা𒈔বনা রয়েছে।
( পাকিস্তান সীমান্তের কাছে গুজরাতের কচ্ছে আচ༺মকা সন্দেহভাজন ড▨্রোন বিস্ফোরণ! কী ঘটেছে?)
( ৯ মে থেকে বুধকে সঙ্গে নিয়ে ভাগ্যের খেলা ঘোরাবেন শনিদেব! একগুচ্ছ রাশির 𒅌🍰বাম্পার লাভ)
১)মেষ রাশির জাতক জাতিকাদের যদি দীর্ঘদিন ধরে কারো সাথে আইনি বা পারস্পরিক বিরোধ থাকে, তাহলেಞ তা শে✨ষ হবে।
২)মিথুন রাশির জা💯তক জাতিকারা যারা বেশ কিছুদিন ধরে তাঁদের কর্মজীবন এবং ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, তাঁরা এখন লাভ পাবেন।
আজকের রাশিফল