জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য ও প্লুটো এক নয়া যুতি তৈরি করতে চলেছেন ৮ মার্চ, ২০২৫। গ্রহদের রাজা সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে থাকেন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য, কুম্ভ রাশিতে বিরাজমান রয়েছেন। অন্যদিকে, মকর রাশিতে রয়েছেন প্লুটো। আর ৮ মার্চ, ২০২৫ সালে ভোর ৬ টা ৪১ মিনিটে সূর্য আর প্লুটো একে অপরের সঙ্গে অর্ধকেন্দ্র যোগে অবস্থান করবেন। উল্লেখ্য, প্লুটোকে বৈদিক জ্যোতিষমতে যম বলা হয়। সূর্য আর যমের এই শুভ যোগের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২১ সালে প্লুটো মকর রাশিতে প্লুটো মকর রাশিতে প্রবেশ করে গিয়েছেন। আর ২৭ মার্চ ২০৩৯ পর্যন্ত তিনি ওই রাশিতেই অবস্থান করবেন। অন্যদিকে সূর্য থাকবেন শনির রাশি কুম্ভে। এদিকে, প্লুটো আর সূর্যের এমন অবস্থানের জেরে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
মেষ
এই রাশিগুলির জাতক জাতিকারা প্রতিটি ক্ষেত্রে অপার সাফল্যের সঙ্গে সঙ্গে জীবনে নানান দিক থেকে তুমুল উন্নতি পেতে পারেন। বন্ধু আর সহযোগীদের সম্পূর্ণ সাহায্য পেতে পারেন। কেরিয়ারের দিক থেকে উচ্চ আধিকারিকদের পুরো সহযোগিতা পাবেন কাজের জায়গায়। ব্যবসায়ীদের ক্ষেত্রে অংশীদারির কাজে খুবই লাভ মেলার সুযোগ রয়েছে।
( Mahalakshmi Rajyog: কুম্ভ সহ ৫ রাশির আজ থেকে শুরু ভালো সময়! চলবে কতদিন? মহালক্ষ্মী রাজযোগে কী কী হতে পারে প্রাপ্তি?)
( Viral Brain Teaser: ব্রেন টিজার সমাধানে কি আপনি চ্যাম্পিয়ন? তাহলে ১০ সেকেন্ডে এই অঙ্কের উত্তর দিন দেখি! রইল উত্তর)