দুর্ঘটনায় ভেঙেছে ডান পা, অ൲থচ প্লাস্টা꧙র করা হল ডান পা। যার জেরে রোগীর যন্ত্রণা কমল না। উল্টে চিকিৎসায় দেরি হয়ে যাওয়ার কারণে রোগীকে স্থানান্তরিত করা হল কলকাতার হাসপাতলে। সরকারি হাসপাতালের বিরুদ্ধে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালের বিরুদ্ধে। এদিন চিকিৎসার গাফিলতিতে কেন্দ্র করে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে সরব হয়েছে রোগীর পরিবার।
পারিবারিক সূত্রে খবর, আফিজা বেরা নামে ৬৫ বছরের এক বৃদ্ধর পথ দুর্ঘটনায় পা ভেঙে যায়। তিনি নদিয়ার নাকাশীপাড়া থানা এলাকার আরবেতার বাসিন্দা। এরপর তাকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে তাকে যন্ত্রণা কমানোর জ♑ন্য ইনজেকশন দেওয়া হয়। এরপর তার পায়ে প্লাস্টার করেন চিকিৎসকরা। সেখানেই ঘটে🐲 বিপত্তি। প্লাস্টার করার পরেও যন্ত্রণা কিছুতেই কমেনি বৃদ্ধের। পরিবারের লোকেরা দেখেন ভাঙা পায়ের জায়গায় অন্য পায়ে প্লাস্টার করেছেন চিকিৎসকরা।
এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে পরিবারের সদস্যদের বচসা বাঁধে। এদিকে, যন্ত্রণায় ছটফট করতে থাকেন ওই বৃদ্ধ। ঘ🤪টনায় ওই রোগীকে এনআরএস হাসপাতালে রে꧑ফার করেন চিকিৎসকরা। এরপরে তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে বেজায় ক্ষুব্ধ হন পরিবারের সদস্যরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে বুঝে হাসপাতালের পক্ষ থেকে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর সেখানে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ। চিকিৎসায় গাফিলতির অভিযোগ হাসপাতাল সুপারকে লিখিতভাবে জানিয়েছেন পরিবারের সদস্যরা।