নদিয়ার বাড়িতে পৌঁছল উধমপুরে জঙ্গি সেনা সংঘর্ষে শহীদ জওয়ান ঝন্টু আলি শেখের কফিনবন্দি দেহ। শনিবার সকালে তেহট্টর পাথরঘাটার বাড়িতে পৌঁছয় দেহ। শহীদ জওয়ানের দেহ ঘিরে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। তাঁর বাড়ির সামনে একটি মঞ্চ করা হয়েছে। সেখানেই জাতীয় পতাকা দিয়ে তাঁকে সম্মান জানানো হবে। স্থানীয় ইদগাহ ময়দানে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হবে। শহীদ জওয়ানকে শেষ বিদায় জানাতে প্রস্তুত পাথরঘাটার বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের গ্রামের বাসিন্দারা। প্রায় ৫ কিলোমিটার রাস্তা জুড়ে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছেন সেখানে।
আরও পড়ুন: ‘পাক জঙ্গিদের মদত করা দালালদেরকেও শেষ করতে হবে’ বার্তা ঝন্টুর পরিবারের
শুক্রবার ঝন্টুকে সেনার তরফে জম্মুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটে বিদায় জানানো হয়। এরপর গভীর রাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছয় তাঁর দেহ। সেখান থেকে সকালে নদিয়ার বাড়িতে আনা হয় ঝন্টুর দেহ। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে ঝন্টুর পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। এলাকার তৃণমূল সাংসদ মহুয়া মিত্রও ফোনে পাশে থাকার বার্তা দিয়েছেন।বিজেপি এবং আইএসএফও ঝন্টুর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। ঝন্টুর দাদা নাজিম শেখের বার্তা, ‘কোনও জাত-পাত বা ধর্ম নয়, অশান্তি নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদলা নেওয়াই হবে এখন একমাত্র পথ।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উধমপুরে জঙ্গি নিধন অভিযানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনাবাহিনীর। ঘটনায় জঙ্গিদের গুলি এসে লাগে ঝন্টুর মাথায় এবং দুই কাঁধে।সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।