রেশন ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রায়ই শোনা যায়। রেশনে কারচুপি ঠেকাতে ইতিমধ্যেই একাধিক ব্যবস্থা করেছে খাদ্য দফতর। এবার অনিয়ম রুখতে আরও তৎপর হয়েছে দফতর। কিছুদিন আগে অনিয়মের অভিযোগে চারজন ময়দাকল মালিককে সাসপেন্ড করেছিল খাদ্য বিভাগ। এছাড়াও, দু'জন রেশন ডিস্ট্রিবিউটারকে সাসপেন্ড করা হয়েছে। আর এবার অনিয়মের𝓀 অভিযোগ ওঠায় ১২০ জন ডিলারকে শোকজ করল দক্ষিণ ২৪ পরগনার জেলা খাদ্য বিভাগ।
আরও পড়ুন: দেশজুড়ে রেশন ধর্মঘটের হুঁশিয়ারি 𓆏রেশন ডিলারদের, নয়াদিল্লি যাওয়ার প্রস্তুতি শুরু
দক্ষিণ ২৪ পরগনা জেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গিয়েছে, সবমিলিয়ে ১২০ জনের বেশি ডিলারকে শোকজ করা হয়েছে। সেক্ষেত্রে অভিযোগ, রেশন সামগ্রী মাপার ওজন মেশিনের সঙ্গে ই-পস যন্ত্র যুক্ত না করেই গ্রাহকদের খাদ্য সামগ্রী দিচ্ছেন ওই ডিলাররা। অথচ কারচুপি ঠেকাতে খাদ্য দফতরের তরফে এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি খাদ্য বিভাগের আধিকারিকরা বিভিন্ন রেশন দোকানে পরিদর্শন করেন। সেখানেই এই অনিয়ম ধরা পড়েছে। কী কারণে ই-পস যন্ত্র ব্যবহার করা হচ্ছে না? তা জানতে চেয়ে প্রথমে ডিলারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়ে♕ছিল। কিন্তু, ডিলাররা যে জবাব দিয়েছিলেন, তাতে সন্তুষ্ট হতে পারেনি খাদ্য বিভাগ। তারপরেই এইসব ডিলারদের শোকজ করা হয়েছে।
উল্লেখ্য, ডিলারদের বিরুদ্ধে লাগাতার কারচুপির অভিযোগ ওঠায় বিশেষ করে রেশনে দুর্নীতির অভিযোগ সামনে আসার পরেই খাদ্য দফতরের তরফে সমস্ত ডিলারদের ওজন মাপার যন্ত্রের সঙ্গে ই-পস সংযুক্ত বাধ্যতামূলক করা হয়েছিল। এর ফলে একজন ডিলার সঠিক পরিমাণে চাল, ডাল প্রভৃতি সামগ্রী দ🐠িয়ে টাকা নিচ্ছেন কিনা, তা সবই মেশিনে দেখা যায়। কিন্তু অভিযুক্ত ডিনাররা তা না করার ফলে সঠিক পরিমাণে চাল, ডাল দিচ্ছিলেন কি না তা বোঝা যাচ্ছিল না।