এই গ্রামে ভোট আসে। তখন মেলে নানা প্রতিশ্রুতি। ভোট চলে গেলেই সব যেন কেমন নেই রাজ্যে পরিণত হয়। আর তাই এই গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। কিন্তু কোনও তৎপরতা নেই প্রশাসনের। এভাবেই দিনের পর দিন কাটছিল। অবশেষে ঘটল ধৈর্য্যচ্যুতি। তখন একপ্রকার বাধ্য হয়ে চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগালেন গ্রামের মানুষজন। আর সেই ছবি এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের বিবেকানন্দ নগর দক্ষিণপাড়া এলাকায় এমন ঘটﷺনারই সাক্ষী অন্যান্য গ্রামবাসীরা।
বিষয়টি ঠিক কী ঘটেছে? বাবলা পঞ্চায়েত এলাকার মানুষের দাবি, এই রাস্তা দিয়ে কয়েকশো পরিবার রোজ যাতায়াত করেন। বর্ষায় একটু বৃষ্টি🍷 হলেই এক হাঁটু জল পেরতে হয়। জল শুকিয়ে গেলে গোটা রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ে। কাদায় পরিণত হয় পুরো রাস্তাটি। এমনকী বিপজ্জনক চেহারা নেয়। এই সার্বিক সমস্যার কথা বারবার গ্রামবাসীরা পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন। কিন্তু রাস্তা ঠিক তো হয়নি। উলটে প্রত্যেকদিন তা ভয়াবহ আকার নিচ্ছে। জল–যন্ত্রণা তখন নিত্যসঙ্গী হয়ে ওঠে। আর তা না হলে ভয়াল রাস্তার মুখোমুখি হতে হয়।
তারপর সেখানে কী ঘটল? এখানের পড়ুয়ারা স্কুলে যেতে গেলে নয় এক হাঁটু জল, আর তা না হলে ভয়াবহ রাস্তার ধাক্কা সামলাতে হয়। জল জমে থাকায় মশার লার্ভা এবং বিষাক্ত পোকার জন্ম হয়। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই সমস্যার কথা প্রশাসনকে জানিয়েও কোনও লাভ না হওয়ায় নিজেরাই এই রাস্তা ঠিক করবেন বলে সিদ্ধান্ত নেন। আর তারপরই এলাকার মানুষজনই চাঁদা তুলে রাস্তা মেরামতির কাজে হাত লাগান। যদিও এই বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য বলেন, ‘রাস্তাটির বেহাল অবস্থার কথা সবাই পঞ🐼্চায়েতে জানিয়েছিলেন। কিছুদিনের মধ্যেই রাস্তাটি পাকাপোক্ত এবং ভালভাবে করার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত।’
আরও পড়ুন: একই মিছিলে যুযুধান দুই প্রতিপক্ষ, তৃণমূল–সিপিএমের যৌথ ম𒆙িছিল দেখল সোদপুর
আর কী জানা যাচ্ছে? এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। যদিও বাবলা পঞ্চায়েতের বিজেপি প্রধান সুস্মিতা মুন্ডা বলেন, ‘সবেমাত্র তিনি দায়িত্বভার তুলে নিয়েছেন। এখনও পর্যন্ত উন্নয়নের খাতের কাছে টাকা এসে পৌঁছয়নি। তাই আমি কাজ শুরু করতে পারছি না। তবে খুব তাড়াতাড়ি তার পঞ♓্চায়েতের যে সমস꧃্ত রাস্তাগুলির অবস্থা বেহাল রয়েছে সেই রাস্তাগুলির দ্রুত কাজ শুরু হবে।আগের পঞ্চায়েত প্রধান উন্নয়নের ক্ষেত্রে কি কাজ করেছে তা আমার জানার দরকার নেই। আমি এই পঞ্চায়েতের কিভাবে উন্নয়ন করা যায় সেটাই চেষ্টা করব।’