সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদে যখন ওয়াকফ বিরোধী আন্দোলনের নামে তাণ্ডবের নিশানা হিন্দুরা তখন উলটো ছবি দেখা গেল রাজ্যের সব থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা পুরুলিয়ায়। সেখানে প্রথা মেন𒉰ে মুসলিম পরিবারের হাত থেকে সুতো নিয়ে পৈতে তৈরি করলেন সনা🍎তনীরা। তার পর যোগ দিলেন গাজন উৎসবে। সবার মুখে একটাই কথা, চড়ক আমাদের সকলের।
পুরুলিয়ার বাঘমুন্ডির লহরিয়া গাজন স্থানীয়দের কাছে অন্যতম প্রধান উজ্জাপন। দীর্ঘদিনের প্রথা মেনে এই উৎসবে যোগ দিয়ে শিবের আরাধনায় মাতেন প্রত্যেকে। আর সেই উৎসব ঘিরে প্রতি বছর তৈরি হয় রাজ্যে সম্প্রীতির নজির। প্রতি বছর সেখানে গাজন সন্ন্যাসীদের হাতে বিনামূল্যে পৈতের সুতো তুলে দেন স্থানীয় একটি মুসলিম পরিবারের সদস্যরা। গাজনে যোগদানের আগে মুসলিম পরিবারের বাড়ি🧸 থেকে সুতো এনে পৈতে তৈরি করেন তাঁরা। তবে সম্প্রতি সেই পরিবারের সদস্যরা চড়ক মেলার মাঠে এসেই সুতো তুলে দেন ব্রতীদের হাতে।
স্থানীয় এক ব্যক্তি জানালেন, ‘আমাদের এখানে এটাই দীর্ঘদিনের প্রথা। মুসলিম পরিবারের কাছ থেকে সুতো এনে পৈতে তৈরি করে তবে আমরা গাজনে যোগদান করি। তাদের গ🅠াজনের প্রসাদও দেওয়া হয়। এই গাজন সবার।’
বলে রাখি, রাজ্যে সব থেকে কম স✅ংখ্যালঘু জনসংখ্যা এই পুরুলিয়া জেলাতেই। সংখ্যালཧঘু অধ্যুষিত মুর্শিদাবাদে যখন বিপন্ন সামাজিক বুনন তখন সম্পূর্ণ বিপরীত ছবি লাল মাটির দেশে।