পয়লা বৈশাখের সকালেও রাজনীতির ময়দান ছাড়তে নারাজ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তমলুকে নববর্ষের প্রভাতী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তিনি। এর পর পুজো দেন শহরের বর্গভীমা মন্দিরে। সেখান থেকে বেরিয়ে শুভেন্দুবাবু জানান, রাজ্যের হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়ে নিয়ে এসেছেন তিনি।শুভেন্দুবাবু বলেন, ‘মায়ের আশীর্বাদে এখান থেকে আমি ২ বারের সংসদ। এখানে অনেক সেবার কাজ করার সুযোগ আমি পেয়েছি। সবাই মন্দিরে হালখাতা পুজো করতে নিয়ে যাচ্ছেন। আমি হাল ফেরানোর খাতায় সিঁদুর লাগিয়ে নিয়ে এলাম।’এদিন সকালে তমলুকের চৈতন্য মহাপ্রভুর মন্দির থেকে বর্গভীমা মন্দির পর্যন্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দুবাবু। মিছিলে হাঁটতে হাঁটতে শশাঙ্কের বঙ্গের ইতিহাস উল্লেখ করেন তিনি। একই সঙ্গে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক হিংসার কথা মনে করিয়ে তিনি বলেন, ‘ঘরে ঢুকে ঢুকে কেটেছে। আর বলে গিয়েছে পরের পরবে জবাই করবে।’