বাংলাদেশি জঙ্গিজালের তদন্তে নেমে খাগড়াগড় বিস্ফোরণে জেলবন্দি তারিকুল ইসলামকে হেফাজতে নিল রাজ্য পুলিশের STF. সোমবার বহরমপুর আদালত তারিকুলের ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে। ওদিকে তারিকুলকে হেফাজতে নিতে চেয়ে এদিন আদালতে আবেদন করে অসম পুলিশের STFও। রাজ্যে বাংলাদেশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসাউল্লাহ বাংলার একের পর এক জঙ্গির গ্রেফতারির পর উঠে আসে খাগড়াগড় কাণ্ডে বহরমপুর জেলে বন্দি তারিকুলের নাম। ধৃত জঙ্গিরা জানায় জেল থেকেই জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা করে তারিকুল। জেলে অন্য বন্দিদের ইসলামিক চরমপন্থায় মগজধোলাই করে সে। তার কথাতেই জেএমবি ছেড়ে আনসারুল্লাহ বাংলায় যোগ দিয়েছে একাধিক জঙ্গি। মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি জঙ্গি মনিরুল ও আব্বাস আলির সঙ্গেও যোগাযোগ ছিল তারিকুলের।তারিকুলকে জেরা করতে ইতিমধ্যে বহরমপুর জেলে যান রাজ্য পুলিশের STFএর আধিকারিকরা। সোমবার তাকে হেফাজতে নিতে বহরমপুর আদালতে আবেদন জানায় তারা। সেই আবেদন মঞ্জুর করে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর পরই তারিকুলকে হেফাজতে নিতে অসম পুলিশের STF বহরমপুর আদালতে আবেদন করে। তবে ইতিমধ্যে অভিযুক্ত পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে থাকায় অসম পুলিশের আবেদন আপাতত বিবেচনা করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় আদালত।রাজ্য পুলিশের STF সূত্রে জানা গিয়েছে, খাগড়াগড়কাণ্ডে জড়িত একাধিক জঙ্গি রাজ্যে জঙ্গি নেটওয়ার্ক ছড়ানোয় যুক্ত। রাজ্যে নাশকতার পরিকল্পনাও ছিল এই জঙ্গিদের। তবে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জেরে একের পর এক ধরপাকড়ে এবার পুলিশের নজরে গোটা নেটওয়ার্ক।