বিজেপি কর্মীকে দেওয়া হয়েছে তৃণমূলের টিকিট। বিনা প্রতিদ্বন্দিতায় জিতে তার অনুগামীরা🌱ই ভাঙচুর চালাল তৃণমূলি পঞ্চায়েত সদস্যের অনুগামীরা। বুধবার এই ঘটনা পূর্ব মেদিনীপুরের পটাশপুরের খাড় গ্রাম পঞ্চায়েতের। সংবাদমাধ্যমকে এক তৃণমূল নেতা জানালেন, এখানে ভোটই করতে দেয়নি উচ্চ নেতৃত্ব।
বুধবার বিকেলে তৃণমূল পরিচালিত খাড় গ্রাম পঞ্চায়েতে ভাঙচু🅺র হয়। উপপ্রধান বিকাশ মাইতির ঘর ভাঙচুর করে তৃণমূলেরই সদস্য সাহেলি পারভিনের স্বামী কলিমুল্লাহ ও তার অনুগামীরা। কিন্তু কেন ভাঙচুর ꧙এব্যাপারে তৃণমূলের মধ্যেও ধারণা স্পষ্ট নয়।
উপপ্রধান বলেন, ‘অফিসে ছিলাম না। তিনটে নাগাদ খবর পেলাম কলিমুল্লাহ ও মুজিবুর রহমান আমার ঘর ভাঙচুর করেছে। এসে দেখি আমার ঘর লন্ডভন্ড। সব জিনিস চারিদকে ছড়ানো। টেবিলের কাচ ভাঙা। কাগজপত্রও অনেক নিয়ে গিয়েছে। ওরা আগে বিজেপি করত। পঞ্চায়েত ভোটের আগে তৃণ🐻মূলে আসে। তার পর বিনা প্রতিদ্বন্দিতায় জেতে’।
স্থানীয় তৃণমূল নেতা কিশোর বেরা বলেন, ‘ওরা আসলে বিজেপি করে। এখন বিজেপি কর্মীকে তৃণমূলের উচ্চ নেতৃত্ব টিকিট দিলে আমরা কী করব? উচ্চ নেতৃত্বের নির্দেশে ওখানে কোনও ভোট হয়নি। বিনা প্রতিদ্ব🌃ন্দিতা♔য় জিতেছেন।’
বিজেপি নেতা তাপস মাঝি বলেন,ܫ ‘তৃণমূল নেতাদের মধ্যে বিজয়ার শুভেচ্ছা বিনিময় চলছে। এর মধ্যে বিজেপি কোথাও নেই🔜।’