প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, এক ক্লিকে এখানে দেখুন রেজাল্ট। উচ্চমাধ্যমিক রেজাল্টের লাইভ ফলাফল সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, এক ক্লিকে এখানে দেখুন রেজাল্ট
আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফ🔥লাফল প্রকাশিত হল। গত ৩ মার্চ শুরু হয়েছিল ♕এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ১৮ মার্চ। এবার গোটা রাজ্যে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৭৩ হাজার। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় এখন সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করছেন শিক্ষা সংসদের আধিকারিকরা। উচ্চমাধ্যমিক রেজাল্টের লাইভ ফলাফল সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
07 May 2025, 02:15 PM IST
কত নম্বর পেলে কোন গ্রেড? উচ্চমাধ্যমিকের নিয়ম কী?
৯০-১০০ নম্বর: AA
৮০-৮৯ নম্বর: A+
৭০-৭৯ নম্বর: A
৬০-৬৯ নম্বর: B+
৫০-৫৯ নম্বর: B
৪০-৪৯ নম্বর: C+
৩০-৩৯ নম্বর: C
৩০-র নীচে: অনুত্তীর্ণ
07 May 2025, 02:14 PM IST
উচ্চমাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে পাশ করা যায়?
নিয়ম অনুযায়ী, উচ্চমাধ্যমিকে মোট ছ'টি বিষয় (দুটি ভাষা এবং চারটি অন্যান্য বিষয়) আছে। প্রতিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে। অর্থাৎ মোট ৬০০ নম্বরের পরীক্ষা দﷺিয়েছেন পড়ুয়ারা। তবে চূড়ান্ত নম্বর নির্ধারিত হয়েছে ৫০০-তে। কারণ প্রথম ও দ্বিতীয় ভাষার সঙ্গে এমন তিনটি বিষয়ের নম্বর যুক্ত করা হয়েছে, যাতে বেশি নম্বর উঠেছে। অর্থাৎ দুটি ভাষার পত্র ছাড়া বাকি যে চারটি বিষয় আছে, তার মধ্যে যেটিতে সবথেকে কম নম্বর উঠেছে, সেটি ‘ফোর্থ সাবজেক্টে’ পরিণত হয়ে গিয়েছে। দুটি ভাষার পত্র এবং সেরা তিনটি বিষয়ের নম্বর নিয়ে উচ্চমাধ্যমিকের সর্বমোট স্কোর নির্ধারণ করেছে সংসদ।
07 May 2025, 02:12 PM IST
উচ্চমাধ্যমিকে কীভাবে স্ক্রুটিনি ও রিভিউ করবেন?
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই উত্তরপত্র স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। আগেরবারের মতো এবারও সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের পাশাপাশি তৎকালেরও দরজা খোলা রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাত ১২ টা থেকে আগামী রবিবার (১১ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত তৎকাল স্ক্রুটিনিꦰ ও রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। তৎকাল স্ক্রুনিটির জন্যে প্রতিটি বিষয়ের জন্য ৬০০ টাকা লাগবে। তৎকাল𒈔 রিভিউয়ের জন্যে প্রতিটি বিষয়ের জন্য খরচ পড়বে ৮০০ টাকা।
07 May 2025, 02:11 PM IST
HT বাংলা থেকে কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (HT বাংলা) খুললেই একদম উপরেই ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫ Live’ দেখতে পাবেন। সেখানে ক্লি🍌ক করলে নতুন যে পেজ খুলে যাবে, সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ‘ফলাফল চেক করুন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে উচ্চমাধ্যমিকে প্রাপ🌳্ত নম্বর দেখাবে। ওখান থেকে মার্কশিটও ডাউনলোড করে রাখা যাবে।
07 May 2025, 02:10 PM IST
চতুর্থ সেমেস্টারের পরীক্ষার পুরো রুটিন
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।
১৮ ফেব্রুয়ারি (বুধবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট।
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): অঙ্ক, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান এবং আরবিক।
২০ ফেব্রুয়ারি (শুক্রবার): বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
২১ ফেব্রুয়ারি (শনিবার): স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এবং ইতিহাস।
২৩ ফেব্রুয়ারি (সোমবার): কেমিস্ট্রি, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ।
২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ফিলোজফি।
২৫ ফেব্রুয়ারি (বুধবার): অর্থনীতি, অ্যাথ্রোপলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল - ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।
07 May 2025, 02:09 PM IST
তৃতীয় সেমেস্টারের পরীক্ষার পুরো রুটিন
৮ সেপ্টেম্বর (সোমবার): বাংলা (প্রথম ভাষা), ইংরেজি (প্রথম ভাষা), হিন্দি (প্রথম ভাষা), নেপালি (প্রথম ভাষা), উর্দু, সাঁওতালি, ওড়িয়া, তেলুগু, গুজরাটি এবং পঞ্জাবি।
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার): হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিউরিটি, আইটি অ্যান্ড আইটিইএস, ইলেকট্রনিকস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপ্ররেল, বিউটি অ্যান্ড ওয়েলনেস, এগ্রিকালচার, পাওয়ার - ভোকেশনাল সাবজেক্ট।
১০ সেপ্টেম্বর (বুধবার): ইংরেজি (দ্বিতীয় ভাষা), বাংলা (দ্বিতীয় ভাষা), হিন্দি (দ্বিতীয় ভাষা), নেপালি (দ্বিতীয় ভাষা) এবং অল্টারনেটিভ ইংলিশ।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): অর্থনীতি, অ্যাথ্রোপলজি, সায়েন্স অফ ওয়েল বিয়িং, অ্যাপ্লায়েড আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স।
১২ সেপ্টেম্বর (শুক্রবার): ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সি।
১৩ সেপ্টেম্বর (শনিবার): কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টস।
১৫ সেপ্টেম্বর (সোমবার): স্ট্যাটিসটিকস, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিস অফ অডিটিং এবং ইতিহাস।
১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার): কেমিস্ট্রি, ভূগোল, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট এবং বিজনেস স্টাডিজ।
১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): ফিলোজফি।
১৯ সেপ্টেম্বর (শুক্রবার): অঙ্ক, এগ্রিকালচার, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সিয়ান এবং আরবিক।
২০ সেপ্টেম্বর (শনিবার): সাইবার সিকিউরিটি, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স, ডেটা সায়েন্স, সোশিয়োলজি।
২২ সেপ্টেম্বর (সোমবার): বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিকাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন।
07 May 2025, 01:25 PM IST
পরের বছর উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা কবে?
আগামী শিক্ষাবর্ষে থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর। শেষ হ💯চ্ছে ২২ সেপ্টেম্বর। মোট ১২ দিন পরীক্ষা। ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে ১২ ফেব্রুয়ারি। শেষ ২৭ ফেব্রুয়ারি। একইসঙ্গে থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে।
07 May 2025, 01:21 PM IST
উচ্চমাধ্যমিকের টপ ১০-এ কলকাতার ৪
এবছর উচ্চমাধ্যমিকের টপ ১০-এ কলকাতার ৪ পরীক্ষার্থী আছেন। মেধাতালিকায় সচেয়ে বেশি সংখ্যক পড়ুয়া পূর্বꦕ মেদিনীপুরের। সেই জেলা থেকে ১৪ জন প্রথম ১০-এ স্থান পেয়েছেন। এবারের পরীক্ষায় ৬০ শতাংশের বেশি (পুরনো নিয়মে ফার্স্ট ডিভশন) প✃েয়েছে ৪৮.৩৮ শতাংশ। ৭০ শতাংশের বেশি পেয়েছে ২৫.৬৬ শতাংশ। ৭৫ শতাংশের বেশিপেয়েছে ১৬.৯৯ শতাংশ। ৮০ শতাংশের বেশি ১০.২৫ শতাংশ। ৯০ শতাংশের বেশি ১.৬৯ শতাংশ।
07 May 2025, 01:17 PM IST
৪৯৭ নম্বর পেয়ে উচ্চমধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ন
এবারের উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে বর্ধমানের রূপায়ন পাল। সে পেয়েছে ৪৯৭, ৯৯.৪%। রূপায়ন বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র।দ্বিতীয় হয়েছে কোচবিহারের তুষার দেবনাথ। সে পেয়েছে নম্বর ৪৯৬। এব🅰ারের উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছে আরামবাগের রাজর্ষি অধিকারী। তার প꧙্রাপ্ত নম্বর ৪৯৫।
07 May 2025, 01:10 PM IST
অকৃতকার্য পরীক্ষার্থীরা পাবেন আরও এক সুযোগ
যে পরীক্ষার্থীরা এ🧸বারের উচ্চমাধ্যমিক অকৃতকার্য হয়েছে, তাঁরা স🌠েমেস্টার প্রথায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে বলে জানাল হল।
07 May 2025, 01:08 PM IST
মেয়েদের পিছনে ফেলল ছেলেরা, বিজ্ঞানে পাশের হার ৯৯.৪৬%
এবারের উচ্চমাধ্যমিকে ৯২ শতাংশের বেশি ছাত্র পাশ করেছেন। ছাত্রীদের মধ্যে ৮৮ শতাংশের কিছু বেশি পরীক্ষার্থী পাশ করেছেন। এদিকে এবারের উচ্চমাধ্যমিকের বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.৪৬ শতাংশ। বাণিজ্য বিভাগে ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে ৮৮.♋২৫ শতাংশ। এদিকে কোভিডকালের তিন বছর বাদ দিলে গত ১০ বছরের মধ্যে এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল সবচেয়ে ভালো হয়ে।
07 May 2025, 01:01 PM IST
পাশের হারে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর
൲পাশের হারের নিরিখে জেলার তালিকায় শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৫.৭৪ শতাংশ)। তালিকায় দ্বিতীয় উত্তর ২৪ পরগনা (৯৩.৫৩ শতাংশ) এবং তৃত🍸ীয় কলকাতা (৯৩.৪৩ শতাংশ)। এছাড়া তালিকায় চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা। পঞ্চম পশ্চিম মেদিনীপুর। ষষ্ঠ কালিম্পং। সপ্তম নদিয়া, অষ্টম হওড়া, নবম হুগলী, দশম বীরভূম।
07 May 2025, 01:00 PM IST
পাশের হার ৯০.৭৯ শতাংশ
এ বারের উচ্চ মাধ্যমিক🥀ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। পাশ কর🅰েছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। উচ্চ মাধ্যমিকে এ বছর পাশের হার ৯০.৭৯ শতাংশ।
07 May 2025, 12:53 PM IST
মার্কশিট কবে হাতে পাবেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা?
শিক্ষার্থীরা ৮ মে সকাল ১০টা থেকে 🐟উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং পাস সার্টিফিকেটের হার্ডকপি পাবেন। পশ্চিমবঙ্গ জুড়ে ৫৫টি বিতরণ কেন্দ্রের মাধ্যমে সেই সব সার্টিফিকেট বিতরণ করা হবে।
07 May 2025, 12:46 PM IST
উচ্চমাধ্যমিকের রেজাল্ট একটু পরেই! কীভাবে স্ক্রুটিনি ও রিভিউ করবেন?
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই উত্তরপত্র স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য𒁃 আবেদন করা যাবে। আগেরবারের মতো এবারও সাধারণ স্ক্রুটিনি এবং রিভিউয়ের পাশাপাশি তৎকালেরও দরজা খোলা রেখেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার (৮ মে) মধ্যরাত ১২ টা থেকে আগামী রবিবার (১১ মে) রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত তৎকাল স্ক্রুটিনি ও রিভিউয়ের জন্য আবেদন করা যাবে। তৎকাল স্ক্রুনিটির জন্যে প্রতিটি বিষয়ের জন্য ৬০০ টাকা লাগবে। তৎকাল রিভিউয়ের জন্যে প্রতিটি বিষয়𒁃ের জন্য খরচ পড়বে ৮০০ টাকা।
07 May 2025, 12:45 PM IST
কত নম্বর পেলে কোন গ্রেড? উচ্চমাধ্যমিকের নিয়ম কী?
৯০-১০০ নম্বর: AA
৮০-৮৯ নম্বর: A+
৭০-৭৯ নম্বর: A
৬০-৬৯ নম্বর: B+
৫০-৫৯ নম্বর: B
৪০-৪৯ নম্বর: C+
৩০-৩৯ নম্বর: C
৩০-র নীচে: অনুত্তীর্ণ
07 May 2025, 12:44 PM IST
উচ্চমাধ্যমিক পরীক্ষায় কত নম্বর পেলে পাশ করা যায়?
নিয়ম অনুযায়ী, উচ্চমাধ্যমিকে মোট ছ'টি বিষয় (দুটি ভাষা এবং চারটি অন্যান্য বিষয়) আছে। প্রতিটি বিষয়ের ১০০ নম্বরের পরীক্ষা হয়েছে। অর্🐠থাৎ মোট ৬০০ নম্বরের পরীক্ষা দিয়েছেন পড়ুয়ারা। তবে চূড়ান্ত নম্বর নির্ধারিত হয়েছে ৫০০-তে। কারণ প্রথম ও দ্বিতীয় ভাষার সঙ্গে এমন তিনটি বিষয়ের নম্বর যুক্ত করা হয়েছে, যাতে বেশি নম্বর উঠেছে। অর্থাৎ দুটি ভাষার পত্র ছাড়া বাকি যে চারটি বিষয় আছে, তার মধ্যে যেটিতে সবথেকে কম নম্বর উঠেছে, সেটি ‘ফোর্থ সাবজেক্টে’ পরিণত হয়ে গিয়েছে। দুটি ভাষার পত্র এবং সেরা তিনটি বিষয়ের নম্বর নিয়ে উচ্চমাধ্যমিকের সর্বমোট স্কোর নির্ধারণ করেছে সংসদ।
07 May 2025, 12:43 PM IST
কীভাবে HT বাংলায় উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখবেন?
একেবারে সরাসরি //pbv88casino.cc/education/board-exams/west-bengal-wb-hs-result লিঙ্কে ক্লিক করতে হবে।
যে নির্ধারিত জায়গা আছে, সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘ফলাফল চেক করুন’ বাটনে।
তাহলেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পাবেন। তার নীচেই ‘ডাউনলোড’ আছে। সেখান থেকে মার্কশিটের সফট কপি ডাউনলোড করতে পারবেন। বৃহস্পতিবার সংসদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেটের আসল কপি দেওয়া হবে। তারপর পড়ুয়াদের হাতে সেই নথি তুলে দেবে স্কুল কর্তৃপক্ষ।
07 May 2025, 12:42 PM IST
আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল
আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। গত ৩ মার্চ শুরু হয়েছিল এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয়েছিল ১৮ মার্চ। এওবার গোটা রাজ্যে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ১০ হাজার। পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় এখন সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করছেন শিক্ষা সংসদের আধিকারিকরা।
07 May 2025, 12:03 PM IST
হিন্দুস্তান টাইমস বাংলায় দেখা যাবে মার্কশিট
হিন্দুস্তান টাইমস বাংলায় যে মার্কশিট দেখানো হবে, তাতে উচ্চমাধ্🍒যমিক পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। ছ'টি বিষয়ের প্রতিটি সংশ্লিষ্ট পরীক্ষার্থী কত নম্বর (থিওরি ও প্র্যাকটিকালের আলাদা নম্বরও থাকবে) পেয়েছেন, উচ্চমাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বর, উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত গ্রেড, উচ্চমাধ্যমিকের পার্সেন্টাইল থাকবে সেখানে। দেওয়া থাকবে মার্কশিট নম্বর ও ইনস্টিটিউট কোডও।
07 May 2025, 11:57 AM IST
HT বাংলা থেকে কীভাবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (HT বাংলা) খুললেই একদম উপরেই ‘উচ্চমাধ্যমিকের রেজাল্ট ২০২৫ Live’ দেখতে পাবেন। সেখানে ক্লিক করলে ♔নতুন যে পেজ খুলে যাবে, সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ‘ফলাফল চেক করুন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বর দেখাব🎃ে। ওখান থেকে মার্কশিটও ডাউনলোড করে রাখা যাবে।
07 May 2025, 11:57 AM IST
কোন কোন ওয়েবসাইট থেকে উচ্চমাধ্যমিকের ফলাফল দেখা যাবে?
‘হিন্দুস্তান টাইমস বাংলা’ (HT বাংলা) থেকে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন পড়ুয়ারা। উচ্চমাধ্যমিক সংক্রান্ত খবর তো থাকবেই। নিজের রেজাল্টও দেখতে পারবেন হ🌱িন্দুস্তান টাইমস বাংলা থেকে। সেইসঙ্গে সংসদের তরফে রেজাল্ট দেখার সরকারি ওয়েবসাইট হিসেবে result.wb.gov.in🐠-র উল্লেখ করা হয়েছে।
07 May 2025, 11:55 AM IST
আর কিছুক্ষণেই উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে
আর কিছুক্ষণেই উচ্চমাধ্যমিকের ফলꦇাফল প্রকাশিত হবে। আনুষ্ঠানিকভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের জন্য যে সাংবাদিক বৈঠক হয়, তা আজ বেলা ১২ টা ৩০ মিনিট থেকে শুরু হবে। সেই সাংবাদিক বৈঠকে থাকবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য-সহ অন্যান্য আধিকারিকরা। দেড় ঘণ্টা পর থেকে ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের রেজাল্ট দেখাবে দুপুর ২ টো থেকে।