কলকাতায় অবস্থিত ঐতিহাসিক ফোর্ট উইলিয়ামের নাম বদলে গেল। ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার এই ফোর্ট উইলিয়ামের নতুন নাম বিজয় দুর্গ। ঔপনিবেশিক ছাপকে ঝেড়ে মুছে ফেলে, ঐতিহ্যকে ধরে রেখে এমন নাম বদল বলে খবর।
ইতিহাস… কার নামে নামকরণ হয় ‘ফোর্ট উইলিয়াম’?
ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে কলকাতায় নির্মিত হয়েছিল ফোর্ট উইলিয়াম। সালটা ১৬৯৬। বিভিন্ন সময়ে নানান হানায়, এই দুর্গ পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হয়। লর্ড ক্লাইভ ১৭৮১ সালে দুর্গ ফের তৈরি করেন। হেস্টিংসে অবস্থিত এই দুর্গের কাছেই গঙ্গা। ভৌগলিক দিক থেকেও এই দুর্গের নানান গুরুত্ব রয়েছে। জানা যায়, ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে ইংরেজ সৈনিকদের এই দুর্গের নাম হয় ‘ফোর্ট উইলিয়াম’। জানা যায়, ফোর্ট উইলিয়ামের অন্দরে মূল দূর্গটি মুঘল সম্রাট অউরাঙ্গজেবের অনুমতি নিয়ে ব্রিটিশরা তৈরি করেছিল। এরপর ইতিহাসের রক্তক্ষয়ী অধ্যায় পার করে ভারত স্বাধীন হয়। ফোর্ট উইলিয়াম হয়ে ওঠে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টার। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের ৬ তারিখ থেকে সেই জায়গার নাম হয়ে উঠল ‘বিজয় দুর্গ’। ধুয়ে মুথে ফেলা হল ইংরেজ ঔপনিবেশিকতার ছাপ।
( Border: শ্বশুরবাড়ি যেতে বাংলাদেশে অবৈধ প্রবেশ! ফিরতি পথে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা, সীমান্তে BSFর গুলিতে আহত ভারতীয়)
( Delhi Exit Poll LIVE: আপের হ্যাট্রিকের আশায় জল ঢালতে পারে বিজেপি? আভাস দিল্লি ভোটের এক্সিট পোলে)
( Bangladesh Latest News: দিল্লির মতো করে বাংলাদেশে কী গঠনের সুপারিশ এল ইউনুস সরকারের কাছে? মুখ খুলল ঢাকা)
( Gajakeshari Yog Lucky Rashi: রাত পোহালেই গজকেশরী যোগ! চন্দ্র ও গুরুর কৃপায় সুসময় আসছে কোন ৩ রাশির?)
সেন্ট জর্জ গেট হচ্ছে শিবাজী গেট:-
এদিকে, প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান জনসংযোগ আধিকারিকউইং কমান্ডার হিমাংশু তিওয়ারি জানিয়েছেন, আগের বছরই ফোর্ট উইলিয়ামের নাম পরিবর্তনের নির্দেশ এসেছিল। সেই মতোই হয়ে গেল এই নাম বদল। প্রশাসনিক ক্ষেত্রে নতুন নামই ব্যবহার করা হচ্ছে। শুধু যে ফোর্ট উইলিয়ামের নাম বদল হয়েছে তা নয়। এই ইস্টার্ন কমান্ডের হেডকোয়ার্টারের অন্দরে আরও দুটি অংশের নাম বদল হচ্ছে। এর আগে, সাউথ গেটের নাম ছিল সেন্ট জর্জ গেট। সেটি পাল্টে গিয়ে নাম হচ্ছে ‘শিবাজী গেট’। কিচেনার হাউসেরও নামও পাল্টাচ্ছে। নতুন নাম ‘মানেকশ হাউস’।