এবার চা বাগানের পরিত্যক্ত জমি উদ্যোগপতিদের হাতে তুলে দেওয়ার জন্য় যে সরকারি ভাবনাচিন্তা তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরিকল্পনা বিজেপির। বুধবার দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা তীব্র হুঁশিয়ারি দিয়েছেন। রাজ্যপালের সঙ্গেও দেখা করেন তিনি।
এমনকী দার্জিলিংয়ের সাংসদ জানিয়েছেন তিনি গোটা বিষয়টি প্রধানমন্ত্রীকেও চিঠি দিয়ে জানিয়েছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজু বিস্ত জানিয়েছেন, ২০১৯ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায় সিদ্ধান্ত নিয়েছিলেন যে চা বাগানের ১৫ শতাংশ জমি উদ্যোগপতিদের দেওয়া হবে। এবার ২০২৫ সালে এসে বলছেন সেই জমির পরিমাণ বাড়িতে ৩০ শতাংশ করা হচ্ছে। চা বাগানের জমি উদ্যোগপতিদের দেওয়ার কথা বলছেন। এটা পুরো বেআইনি। এটা ভারতের সংবিধানের বিরুদ্ধে। আপনি কল্পনা করুন। দার্জিলিং, তরাই ডুয়ার্সে ৪০০ চা বাগান রয়েছে। গড়ে ১০০০ একর জমি প্রতি চা বাগানে। তার মানে ৪ লাখ একর জমির মধ্য়ে ১ লাখ ৩০ হাজার একরের বেশি জমি উদ্যোগপতিদের ফ্রিতে দিতে চাইছেন। আমি বলছি মুখ্যমন্ত্রীকে সিঙ্গুর ও নন্দীগ্রামে ১ হাজার একর জমির ব্যাপার ছিল। কিন্তু দার্জিলিং, তরাই ডুয়ার্সের ক্ষেত্রে এক লাখ ৩০ হাজার একরের বেশি জমি ফ্রিতে উদ্যোগপতিদের দিতে চাইছেন। নিয়মে বলা রয়েছে চা বাগানের জমি যদি আপনি অন্য কোনও ভাবে ব্যবহার করতে চান তবে সেখানে টি বোর্ডের অনুমোদন দরকার। …আমার আশ্চর্য হয়ে যাচ্ছি কখনও তিনি বলছেন ১৫ শতাংশ জমি, কখনও বলছে ৩০ একর জমি, কখনও বলছেন ৩০ শতাংশ জমি…