এখন অনিকেত মাহাত, অলোক ভার্মা, অনুষ্টুপ মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েছেন অনশন করতে গিয়ে। আরজি কর হাসপাতালের নির্যাতিতার বিচার চেয়ে আমরণ অনশন চলছে। আর তার জেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তিনজন জুনিয়র ডাক্তার। ধর্মতলার ধরনা মঞ্চে অনশন চালিয়ে যাচ্ছেন আরও ৬ জন জুনিয়র ডাক্তার। আর তার মধ্যেই এবার দুর্গাপুজো কার্নিভাল বয়কট করার ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও বিরোধী দলনেতাকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। আর তাতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য–রাজনীতি। যা এখন চর্চার বিষয়।
এদিকে একাদশীর দিনেও অনশন আন্দোলন চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তাতে যাতায়াতের পথে যানজটের সৃষ্টি হবে। কলকাতা পুলিশ ট্রাফিক সচল রাখতে সব ব্যবস্থা করছে। সাধারণ মানুষকে একবেলা অরন্ধনের আহ্বান করেছেন জুনিয়র ডাক্তাররা। এবার শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস জোরালো কটাক্ষ করে বলেছে, মানুষই যাঁদের বয়কট করেছেন, তাঁদের বয়কটের ডাকে কী যায় আসে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ‘উৎসবে ফিরুন’। তারপর তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্যান্ডেলের সামনে ভিড়ের ছবি পোস্ট করেন। আর সেখানে লিখলেন, ‘এত মানুষের ভিড় দেখিনি।’
আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, মাথা ফাটল রোগীর আত্মীয়ের
অন্যদিকে বাগুইআটিতে বিজেপির যুব মোর্চার নেতা দেবজিৎ সাহার বাড়িতে দুর্গাপুজোয় শনিবার যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘এবার দুর্গাপুজো হয়েছে, উৎসব নয়। মানুষ বেরিয়েছেন কিন্তু উচ্ছ্বাস ছিল না। প্রতিবাদও হয়েছে। ঘরের উমাদেরই আমরা রক্ষা করতে পারছি না। আমি তাই বলব, এবার কার্নিভাল বয়কট করে আপনারা একটা বার্তা দিন। ওই ৩১ বছরের চিকিৎসকের কী দোষ ছিল? তাঁকে এভাবে সরিয়ে দেওয়া হল! দুর্গাপুজোর মধ্যে তাঁর বাবা–মা অবস্থানে বসেছেন।’