ꦫ পাতৌদির নবাব সইফ আলি খানের ওপর হামলাকারী শরিফউল ইসলাম শেহজাদকে নিজের ছেলে বলে সনাক্ত করলেন বাংলাদেশের ঝালোকাঠি জেলার নলছিটি ইউনিয়নের রাজাবাড়িয়া গ্রামের বাসিন্দা তার পরিবার। ধৃত শেহজাদ রাহুল আমিন ফকিরের দ্বিতীয় ছেলে বলে জানিয়েছেন তাঁরা। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে এখবর প্রকাশিত হয়েছে। শেহজাদকে সেদেশের নাগরিক বলে স্বীকার করে নিয়েছে বাংলাদেশের পুলিশও। ফলে ধৃতের নাগরিকত্ব নিয়ে আর কোনও সংশয় রইল না।
🐲জানা গিয়েছে, ধৃত শেহজাদের জন্ম রাজাবাড়িয়া গ্রামে। ছোটবেলায় বাবার চাকরির সূত্রে খুলনায় বেড়ে ওঠে সে। সীমান্তবর্তী খুলনা জেলায় অপরাধ ও পাচারে জড়িয়ে পড়ে ওই যুবক। এর জেরে দেশের বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ দায়ের হয়। যার জেরে কয়েকবার গ্রেফতার হলেও জামিন পেয়ে গিয়েছে সে।
🔜পরিবারের তরফে জানানো হয়েছে ২০১৭ সালে একটি খুনের মামলায় নাম জড়ায় শরিফউলের। তার পর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি। ওদিকে শরিফউলের কাণ্ডকারখানায় সামাজিক সম্মানহানি হওয়ায় খুলনা ছেড়ে ঝালোকাঠি ফেরত চলে যায় তার পরিবার।
ꦅওদিকে শরিফউল যে বাংলাদেশি নাগরিক তা মেনে নিয়েছে সেদেশের পুলিশ। যে নলছিটি থানা এলাকায় শরিফউলের বাড়ি সেখানকার ওসি আবদুস সালাম বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘শেহেজাদের বিরুদ্ধে নলছিটি থানায় ও ঢাকায় খুনের অভিযোগ রয়েছে। সে একাধিক ছিনতাইয়েও জড়িত। তবে এব্যাপারে কী পদক্ষেপ করা হবে সেব্যাপারে কোনও নির্দেশ এখনও থানায় এসে পৌঁছয়নি।’