বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই প্রত্যেকটি রাজনৈতিক দলই ঘুঁটি সাজাচ্ছে। তবে এবার বিরোধীরা এককাট্টা হয়েছে। তৈরি হয়েছে ইন্ডিয়া ব্লক। বিজেপির বিরুদ্ধে লড়াই একজোট হয়ে করা হবে। ইতিমধ্যেই বুধবার সংসদ ভবনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া আদায় করা নিয়ে সেই বৈঠক ইতিবাচক হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তবে নেপথ্যে অ𒐪ন্য কোনও খেলা আছে কিনা কেন্দ্রীয় সরকারের তা এখনও স্পষ্ট নয়। তবে এবার বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদী–মমতার বৈঠকের পরই বাংলায় আগমন বেশ তাৎপর্যপূর্ণ।
আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বাংলার বিষয় নিয়ে কথা বললেন শাহের সঙ্গে। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। তাহলে কি বাংলার টাকা আটকে রাখতেই এই সাক্ষাৎ? উঠছে প্রশ্ন। গরিব মানুষের টাকা ছেড়ে দিতে প্রধানমন্ত্রীকে জানিয়ে দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী। তার কয়েক ঘণ্টার মধ্যেই অমিত শাহের সঙ্গে পৃথক সাক্ষাৎ এবং বৈঠক অনেক প্রশ্ন তৈরি করছে। আবার অমিত শাহ উইকএন্ড✃ে কলকাতায় আসছেন। যা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।
এদিকে রবিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীജ অমিত শাহ। লোকসভা নির্বাচনের প্রাক্কালে তিনি বঙ্গ–বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করে বুঝে নিতে চান আদৌ কটা আসন বাংলা থেকে মিলবে। সেই অনুযায়ী প্রচারের তালিকা সাজানো হবে। এখন নিজেরা সমীক্ষা করিয়ে বুঝে নিয়েছেন ৩৫টি আসনের কথা বলা হলেও সেসব আসলে ফাঁকা আওয়াজ। কিন্তু ৩৫টি না মিললেও আগের জেতা আসনগুলি তো জিততে হবে। সেগুলিও কি হাতছাড়া হতে পারে? তাহলে কতগুলি আসন মিলবে? কারা এবার হারবে? এমন সব প্রশ্নের উত্তর জানতে চান শাহ বলে সূত্রের খবর। তাই একটি বৈঠক করতে পারেন বঙ্গ–নেতাদের সঙ্গে।
আরও পড়ুন: সমস্ত অভিযোগ বানান🌼ো, 🌱ভিত্তিহীন এবং মিথ্যা, প্রতাপের বিরুদ্ধে বিবৃতি সিআইডি’র
অন্যদিকে এই বৈঠকের নেপথ্যে আরও একটি কারণ আছে। ইতিমধ্যেই লক্ষ কণ্ঠে গীতাপাঠে আসতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা খানিকটা বঙ্গ–বিজেপি নেতাদের কাছে ধাক্কা। তাই সেই ধাক্কা সামলাতে শাহকে নিয়ে আসা রাজ্যে। রবিবার ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে ꧃প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলে হাজির থাকতে পারতেন সুকান্ত–শুভেন্দু। সেটা হচ্ছে না। এবার রবিবার রাতে অমিত শাহ এলে খানিকটা ড্যামেজ কন্ট্রোল করা যাবে। তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন সুকান্ত মজুমদার।