দর্শনার্থীদের সুবিধার্থে স্কাইওয়াক উদ্বোধন হয়েছে কালীঘাটে। এখন স্কাইওয়াকের মাধ্যমে অনায়াসেই কালীঘাট মন্দিরে পৌঁছে যেতে পারছেন ভক্তরা। ফলে কালীঘাট মন্দিরে যাওয়ার নিচে রাস্তায় ভিড় কমেছে। তাতে ওই রাস্তায় গাড়ি চলাচল আগের থেকে অনেকটাই মসৃণ হয়েছে। কিন্তু, গাড়ি চলাচলের সুবিধা হলেও সমস্যা দেখা দিয়েছে গাড়ি পার্কিং নিয়ে। বিশেষ করে যে সমস্ত ভক্তরা গাড়িতে করে মন্দিরে আসেন গাড়ি রাখার জায়গা না পাওয়ায় তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এই অবস্থায় গাড়ি পার্কিং নিয়ে সমস্যা মেটাতে উদ্যোগে হয়েছে কলকাতা পুরসভা।
আরও পড়ুন: 'মা কালী যেন সঙ্গে থাকেন, আশীর্বাদ করেন',কালীঘাট স্কাইওয়াক নিয়ে পোস্ট দিদির
যদিও কালীঘাটে মন্দির চত্বরে গাড়ি পার্কিং নিয়ে সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা মেটাতে পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, মন্দিরের অদূরেই একটি পুরনো ভবন রয়েছে। সেই ভবনকেই পার্কিং লট হিসেবে গড়ে তোলা হচ্ছে। ওই বহুতল ভবনের বেসমেন্টে ২০ টি মতো চারচাকা গাড়ি রাখার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি ভবনের একতলায় বাইক রাখার ব্যবস্থা করা হচ্ছে। সেখানে সবমিলিয়ে ৬০ থেকে ৬৫টি গাড়ি রাখা সম্ভব হবে। এর ফলে গাড়ি পার্কিং নিয়ে সমস্যা কমবে বলে মনে করছে পুরসভা।
জানা গিয়েছে, ২৫ বছর আগে এই বাড়িটি মূলত তৈরি করা হয়েছিল ম্যালেরিয়া রোগীদের চিকিৎসার জন্য। তবে সেই ব্যবস্থা আর এগোয়নি। পরবর্তীতে করোনার সময় এই বাড়িটিকে ভবঘুরেদের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলা হয়েছিল। ভবনটির তিনতলা এবং চারতলায় তাঁদের রাখার ব্যবস্থা করা হয়েছিল। তবে বর্তমানে ওই ভবন ফাঁকা রয়েছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে পার্কিং লট গড়ে তোলা হচ্ছে ওই ভবনে।