রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয়। তবে সম্প্রতি রেশনে কারচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দফতর। গ্রাহকদের মোবাইল নম্বর লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। বলꦛা হয়েছে, মোবাইল নম্বর লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেওয়া হবে না। অর্থাৎ রেশন পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। এই সিদ্ধান্তকে ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে।
আরও পড়ুন: সার্ভারে সমস্যা, রেশন বণ্টন করতে পারছেন না ডিলাররꦑা, সমাধানের আর্জি জ♔ানিয়ে চিঠি
জানা গিয়েছে, সম্প্রতি খাদ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে এখনও পর্যন্ত যে সমস্ত গ্রাহকদের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি তাদের ﷺমোবাইল নম্বর দ্রুত লিঙ্ক করার জন্য ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে। খাদ্য দফতরের তথ্য অনুযায়ী, ৩ কোটি ৯০ লক্ষ পরিবারের রেশন কার্ড রয়েছে। যার মধ্যে মোবাইল লিঙ্ক রয়েছে ১ কোটি ৩২ লক্ষ পরিবারের। আর বাকি ১ কোটি ৫৮ লক্ষ পরিবারের মোবাইল লিঙ্ক নেই। সেই সমস্ত পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল নম্বর রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে বলা হয়েছে। এই নির্দেশ ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে। যদিও খাদ্য দফতরের আধিকারিকদের বক্তব্য, যাতে রেশন বেহাত হয়ে না যায় তার জন্যই এই সিদ্ধান্ত। অনেক ক্ষেত্রে একজনের রেশন অন্যজনকে দেওয়া হয়ে থাকে। এই অনিয়ম রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে একজনের রেশন অন্যজনের কাছে গেলে সংশ্লিষ্ট গ্রাহক মোব🥃াইলে মেসেজ পেয়ে যাবেন। তিনি এই তথ্য জানতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন।
নির্দেশে বলা হয়েছে, কেউ রেশন তুলতে গেলে গ্রা🍌হকের কাছে মোবাইল নম্বর সংগ্রহ করে ই-পস মেশিনে নথিভুক্ত করতে হবে ডিলারদের। তবে যদি অন্য কারও মোবাইল নম্বর অথবা অন্য কোনও পরিবারের মোবাইল নম্বর নথিভুক্ত হয়ে থাকে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না। এছাড়া, ডিলাররাও নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন না। তাঁর পরিবারের কোনও সদস্যদের ফোন নম্বরও দিতে পারবেন না। এই নয়া বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সমস্যায় পড়েছেন ডিলাররা। তাদের বক্তব্য, অনেকে আছেন যাদের মোবাইল ফোন নেই। এর ফলে সরকারি আদেশে তাদের রেশন দেইয়া যাবে না। এ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে এবং গ্রাহকরা ডিলারদের ওপর চড়াও হবেন।
ডিলারদের সংগঠনের বক্তব্য, এই ধরনের নিয়ম অবাস্তব। এর ফলে সাধারণ গ্রাহকরা সমস্যায় পড়বেন। ডিলারদেরও সমস্যা হবে। সুপ্রিম কোর♒্ট বলেছে, রেশনের সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ দাবি করেছেন, এটা খুব ভালো উদ্যোগ। এখন সবার কাছেই মোবাইল রয়েছে। এরফলে ডিলাররা গ্রাহকদের ঠকাতে পারবেন না।