🐭 নিয়োগ দুর্নীতিতে ইডির করা মামলায় জামিন পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের প্রাক্তন আধিকারিক সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে বেশ কয়েকটি শর্ত মানতে হবে সুজয়কৃষ্ণকে।
⛎সুজয়কৃষ্ণের জামিনে আবেদন নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে দড়ি টানাটানি চলছিল। সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে আদালতে জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। তবে পাসপোর্ট জমা রাখতে হবে সুজয়কৃষ্ণকে। তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে তাঁকে।
🌼নিয়োগ দুর্নীতির মামলায় সুজয়কৃষ্ণকে খাতায় কলমে গ্রেফতার দেখিয়ে হেফাজতে নিতে চেয়েছিল সিবিআই। বৃহস্পতিবার সেই আবেদন খারিজ করে নিম্ন আদালত জানিয়ে দিয়েছে জেলে গিয়েই সুজয়কৃষ্ণকে জেরা করতে হবে সিবিআই আধিকারিকদের। শুক্রবার হাইকোর্টে জামিন মেলায় আপাতত স্বস্তিতে সুজয়কৃষ্ণ।
🌸নিয়োগ দুর্নীতির টাকা ভুয়ো সংস্থার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসে পাচার করার অভিযোগ রয়েছে সুজয়কৃষ্ণের বিরুদ্ধে। কী ভাবে জিনিসপত্রের দাম বেশি দেখিয়ে টাকা পাচার হয়েছে তা ইতিমধ্যে আদালতের সামনে পেশ করেছে ইডি। ২০২৩ সালের ৩০ মে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছিল ইডি। তার পর তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে ব্যাপক দড়ি টানাটানি চলে। এর মধ্যে তাঁর হৃদযন্ত্রে অস্ত্রোপচারও হয়। স্ত্রী বিয়োগ হয় সুজয়কৃষ্ণের।