সরকারি অ্যাপ ক্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে হঠাৎ তাল কেটে 💙গেল। সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে বিভ্রাট দেখা দিল। আর তাতেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভুল ছাপা হওয়া নিয়ে শোরগোল পড়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দেশের একমাত্র মহিলা বিরোধী নেত্রীর নামের বানান ভুল হওয়া নিয়ে চর্চা শুরু হয়। তাও আবার সরকারি বিজ্ঞপ্তিতে। এমনটা কী করে ঘটল? এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ভুলের কথা পৌঁছে গিয়েছে খোদ মুখ্যমন্ত্রীর কানেও। তবে এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করেননি বা পদক্ষেপ নেননি।
বিষয়টি ঠিক কী ঘটেছে? ভুলে ভরা প্রেস বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ভুলই ছাপা হয়েছে। তাও আবার প্রেস বিজ্ঞপ্তির একেবারে প্রথম লাইনেই ভুলটি চোখে পড়ছে। ইংরেজি হরফে মুখ্যমন্ত্রী নিজের নামের বানান লেখেন ‘Mamata’। আর প্রেস বিজ্ঞপ্তিতে 𝔍বানান লেখা হয়েছে ‘Mamta’। অথচ ভুল এই বানানটির উচ্চারণ হিন্দি ভাষায় সঠিক। সেখানে সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে ইংরেজি হরফে ভুল বানান লেখা হল কেমন করে হল? প্রশ্ন উঠেছে। এই ভুল হয়েছে বুঝতে পেরে তা চাপার চেষ্টা করা হয় বলে অভিযোগ। নবান্ন সূত্রে খবর, তথ্যপ্রযুক্তি দফতরের পক্ষ থেকে এই ভুল হয়েছে। আর তাতেই বিতর্ক তৈরি হয়েছে।
তারপর ঠিক কী ঘটল? গতকাল, সোমবার হাজরা এলাকায় সরকারি অ্যাপ ক্যাব প্রকল্প ‘যাত্রী সাথী’র উদ্বোধন অনুষ্ঠান ছিল। যেটা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই উদ্যোগটি ছিল তথ্যপ্রযুক্তি দফতরের। হাজরার অনুষ্ঠানে উপস্♈থিত ছিলেন সংশ্লিষ্ট দফতরের অফিসাররা। এই দফতরের মন্ত্রী আবার বাবুল সুপ্রিয়। সদ্য তাঁকে পর্যটন দফতর থেকে সরানো হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) শ্রীকান্ত জগন্নাথরাও, ডিসি (সাউথ) প্রিয়ব্রত সরকার–সহ তৃণমূল কংগ্রেসের একধিক নেতৃত্বরা এই ভুলটি দেখতে পেয়েছেন। তাঁদের প্রত্যেককেই এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। তা পড়তে গিয়েই মুখ্যমন্ত্রীর নাম ভুল চোখে পড়ে।
আরও পড়ুন: এব൩ার বাসন্তীর খালের জলে যুবতীর দেহ🅷, ধর্ষণ করে খুন করা হয়েছে? তদন্তে পুলিশ
আর কী জানা যাচ্ছে? রাজ্যের মুখ্যমন্ত্রীর নামের বানান বিভ্রাট হয় কি করে! প্রত্যেকের প্রশ্ন একটাই। এই নিয়ে জলঘোলা হতে শুর♔ু করলে তথ্যপ্রযুক্তি দফতরের অফিসারদের কানে যায় বিষয়টি। তখন তাঁদের পক্ষ থেকে বানান সংশোধন করা হয়। তারপর আবার আসে সঠিক নামের বানান–সহ গোটা বিজ্ঞপ্তিটি। তখন অনুষ্ঠানটি প্রায় মাঝ পর্যায়ে ছিল। কিন্তু সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে মুখ্যমন্ত্রীর নামের বানান না যাচাই করে সবাইকে বিলি করা হল কেন? প্রুফ দেখা কি হয়েছিল? হিন্দি উচ্চারণের মতো লেখা হল কেন? এখন এসব প্রশ্ন উঠতে শুরু করেছে।