বাংলা নিউজ > হাতে গরম > ‘এ তো আমাদের সারা জীবনের সঞ্চয়!’ IIT পাশ ছেলের মাইনে শুনে হতবাক বাবা
আইআইটি থেকে পাশ। বহুজাতিক সংস্থায় মিলেছিল চাকরি। বড় অঙ্কের যে চাকরির স্বপ্ন অনেকেই দেখেন। পড়ুয়াটির বাবার কথার মধ্যেও ছিল সেই বিস্ময়ের ছাপ। সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল এমনই এক পোস্ট। যা পড়ার পর অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন। পড়ুয়াটির বাবাকে অনেকে প্রণাম জানিয়েছেন, এভাবে ছেলেকে বড় করে তোলার জন্য।
আরও পড়ুন - এ কেমন সাজ আলিয়া, দীপিকার! ঠিক যেন মেল ভার্শন, ভোল বদলে নয়া চমক বলি অভিনেত্রীদের