আইপিএল ২০২৫ মেগা নিলামে ইংল্যান্ডের তরুণ ব্যাটিং সেনসেশন জেকব বেথেলকে দলে নিয়েছে রয়্যাল চ্যালে🐼ঞ্জার্স বেঙ্গালুরু। সবকিছু ঠিকঠাক থাকলে বিরাট কোহলির সঙ্গে বেথেলকে ক্রিকেট খেলতে দেখা যেতে পারে। মাত্র ৭ টি-টোয়েন্টি খেলার সীমিত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ২১ বছর বয়সি ব্রিটিশ ক্রিকেটার আইপিএল-এ ফ্র্যাঞ্চাইজিদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
IPL 2025 Auction-এ কত টাকা পেয়েছিলেন বেথেল-
এবারের নিলামে বাঁ-হাতি ব্যাটার জেকব বেথেল তাঁর বেস প্রাইস রেখেছিল ১.২৫ কোটি টাকা। সানরাইজার্স হায়দরাবাদ তার জন্য প্রাথমিক বিড কর𓆉েছিল এরপরে RCB এই রেসে যোগ দেয়। জেকব বেথেলকে নিয়ে ২০১৬ সালের চ্যাম্পিয়নদ๊ের সঙ্গে বিডিং যুদ্ধে লিপ্ত হয়। আরসিবি শেষ পর্যন্ত পঞ্জাব কিংসকে হারিয়ে ২.৬০ কোটি টাকার বিনিময়ে ইংলিশম্যানকে কিনে নেন।
আরও পড়ুন… আমাদের পূর্ব পুরুষদের শিকড𝄹় ওখানে, বাংলাদেশে সংঘ♌ালঘুদের ওপর নিপীড়ন বন্ধ হোক, গর্জে উঠল ইস্টবেঙ্গল
বিরাট কোহলিকে নিয়ে কী বললেন Jacob Bethell?
যখন জেকব বেথেলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আরসিবিতে কার সঙ্গে খেলাতে চান। তিনি এর সোজা উত্তর দিয়েছেন। জেকব বেথেল আসলে বিরাট কোহলির সঙ্গে ব্য়াট করতে মুখিয়ে রয়েছেন। জেকব বেথেল ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন বলেছেন, ‘আমি মনে করি এটা আমার জন্য অনেক কিছু। এটা আমায় অনেক কিছু দেবে। তাই নয় কি? বিরাট কোহলি, তিনি তো এই খেলার একজন দুর্দান্ত প্লেয়ার- তিনি তো কিং কোহলি। যে কোনও তরুণ বিদেশি খেলোয়াড൲় সেখানে গিয়েছে তারা প্রচুর অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে।’
আরও পড়ুন… মিচেল মার্শ কি অ্যাডিলেডে থাকবেন? 𝄹পিঙ্ক বল টেস্টের আগে রহস্যে ইতি টানলেন অলরাউন্ডার
কত নম্বরে ব্যাট করতে চান Jacob Bethell?
সম্প্রতি ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক করেছিলেন বেথেল। সহ-অধিনায়ক অলি পোপের পরিবর্তে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। দারুণ ব্যাট করে সকলের নজর কেড়েছেন জেকব বেথেল। ২১ বছর বয়সি এই তিন নম্বর স্থানে সুযোগ পাওয়ার আশা করছেন। কারণ তার খেলাটি পজিশনের চাহিদার সঙ্গে পুরোপুরি খাপ খা൩য়। জেকব বেথেল বলেন, ‘আমি উপরের দিকে ব্যাটিং করতে পছন্দ করি। হ্যা যদি উপের ব্য়াটিং করার সুযোগ পাই তাহলে সত্যি আমি খুশি হব। আমি সব সময় প্রথম চারে ব্যাটিং করতে চাই, তবে তিন নম্বরটা আমার সবথেকে বেশি পছন্দের।’
আরও পড়ুন… ভারতকে চাপ দিতে ��Champions Trophy 2025 নিয়ে ICC-র সামনে বডܫ় শর্ত রাখল PCB, মানতে রাজি নয় BCCI
নিজের খেলার স্টাইল নিয়ে কী বললেন Jacob Bethell
এরপরে জেকব বেথেল বলেন, ‘আমি মনে করি আমার খেলা যেকোন স্টাইল খেলার জন্য উপযুক্ত। রবিবার আমরা কিছুটা আক্রমণাত্মক স্টাইল দেখিয়েছি। আমি কিছুটা চাপও শুষে নিতে পারি, তাই আমি নিশ্চিত যে আমার 🧜কেরিয়ারে মাঝে মাঝে এটা করার আরও সময় আসবে, এটা থেকে আমি আরও শিখব।’
বেথেল তার টেস্ট অভিষেক নিয়েও কথা বলেছেন-
ইংল্যান্ডের হয়ে তার অভিষেক টেস্টে, বেথেল প্রথম ইনিংসে ৩৪ বলে মাত্র ১০ রান করেছিলেন। প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ভাবে ফিরে আসেন তিনি। মাত্র ৩৭ বলে অপরাজিত ৫০ রান করেন🔴 তিনি। তাঁর এই ইনিংস ইংল্যান্ডকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮ উইকেটে জিততে সাহায্য করেছিল। প্রথম ইনিংসের ব্যর্থতা নিয়ে বেথেল বলেন, ‘এটা তো খেলারই একটা অংশ, তাই না? আমি মনে করি এটি একটি ভিন্ন গল্প হতে পারে। আমি কঠোর লড়াই করেছি এবং দুর্ভাগ্যবশত মধ্যাহ্নভোজে পৌঁছাতে পারিনি। কিন্তু অন্য একদিন আপনি সেটি করেছিলেন এবং ꦉএকটি বড় ইনিংস খেলি।’