𒊎 কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে শূন্য রানে আউট হন বাবর আজম। ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ১ রান করে সাজঘরে ফেরেন বাবর। এবার মুলতান সুলতানসের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বাবরের সংগ্রহ ২ রান। অর্থাৎ, চলতি পিএসএলের প্রথম তিন ম্যাচে পেশোয়ার জালমির ক্যাপ্টেনের ব্যক্তিগত সংগ্রহ যথাক্রমে ০, ১ ও ২ রান। সেই নিরিখে বাবর ব্যক্তিগত পারফর্ম্যান্সে একটু একটু করে উন্নতি করছেন বলা যায়।
﷽ শনিবার রাওয়ালপিন্ডিতে চলতি পাকিস্তান সুপার লিগের নবম লিগ ম্যাচে সম্মুখসমরে নামে পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস। অর্থাৎ, ক্যাপ্টেন হিসেবে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের মুখোমুখি লড়াই ছিল এটি। ম্যাচে উভয় দলের ক্যাপ্টেনই বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষে টম কোহলার ক্যাডমোর, আবদুল সামাদ, আলি রাজাদের সৌজন্যে ক্যাপ্টেনের ব্যর্থতা সত্ত্বেও ম্যাচ জেতে পেশোয়ার জালমি।
🔥 ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। তারা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২২৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন টম কোহলার ক্যাডমোর। তিনি ২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩০ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন।
ব্যাট হাতে আবদুল সামাদের তাণ্ডব
𝓀মহম্মদ হ্যারিস করেন ২১ বলে ৪৫ রান। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। ৭ নম্বরে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান আবদুল সামাদ। পাকিস্তানের ২৭ বছর বয়সী এই ঘরোয়া ক্রিকেটার মাত্র ১৪ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে মাঠ ছাড়েন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন।
⛎ মুলতান সুলতানসের হয়ে ২টি করে উইকেট নেন ডেভিড উইলি, মাইকেল ব্রেসওয়েল ও উবেদ শাহ। ১টি উইকেট নেন ইফতিখার আহমেদ। ৪ ওভারে ৫১ রান খরচ করেও উইকেট পাননি উসামা মীর।
পেশোয়ারের অর্ধেক রানও তুলতে পারেনি মুলতান
💯জবাবে ব্যাট করতে নেমে মুলতান সুলতানস ১৫.৫ ওভারে মাত্র ১০৭ রানে অল-আউট হয়ে যায়। অর্থাৎ, পেশোয়ার জালমির অর্ধেক রানও তুলতে পারেনি তারা। পেশোয়ার ম্যাচ জেতে ১২০ রানের ব্যবধানে। উসমান খান ২২ বলে ৪৪ রান করেন। তিনি ৪টি চার ও ৩টি ছক্কা মারেন। মহম্মদ রিজওয়ান ৯ বলে ১৫ রান করে আউট হন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন।
🍸আরও পড়ুন:- IPL 2025-এর মাঝেই ‘চ্যাম্পিয়ন দলের’ আরও এক তারকাকে দলে ফেরাল KKR, ভাগ্য ফিরবে?