ভাইজ্যাগে হোম ম্যাচ খেলতে নেমে অবশেষে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটালস। রবিবার সন্ধ্যায় চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস ২০ রানে জয় ছিনিয়ে নেয়। এবার আইপিএলে প্রথম বার এই ম্যাচেই খেলতে নেমেছিলেন পৃথ্বী শ'। ভারতের তারকা ওপেনার ২৭ বলে ৪৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। সেই সঙ্গে পৃথ্বী শ' আরও একবার তাঁর বিস্ফোরক ব্যাটিং দক্ষতার কথা মনে করিয়ে দিয়েছেন।
এদিন পৃথ্বী শ' এবং ডেভিড ওয়ার্নার মিলে প্রথম উইকেটে ৯৩ রানের পার্টনারশিপ করে দলকে একটি বিস্ফোরক সূচনা দেন। তার পর ঋষভ পন্তের হাফসেঞ্চুরির হাত ধরে দিল্লি ৫ উইকেটে ১৯১ রানে পৌঁছ। সেই রান তাড়া করতে নেমে সিএসকের ইনিংস ৬ উইকেটে ১৭১ রানে শেষ হয়ে যায়।
পৃথ্বীর ফর্ম এবং ফিটনেস নিয়ে যে সমালোচনা চলছিল, তা নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই মুখ বন্ধ করে দেন তারকা ওপেনার। আইপিএল অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে কথা বলার সময়ে পৃথ্বী বলেছেন, ‘আমি সত্যিই এই বছর কী হবে, জানি না। তবে স্পষ্টতই আইপিএল চলাকালীন, দল আমার কাছ থেকে আশা করছে, প্রতিটি বলই যেন আমি পিটিয়ে খেলি। আমি এই বিষয়টিকে একেবারেই চাপ হিসেবে নিই না। আমি এটিকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিই এবং চেষ্টা করব, নিজের সেরাটা দিতে। এতদিন পর হোয়াইট-বল খেলতে পেরে ভালো লাগলো। বেশ ভালো পরিবেশ ছিল।’
আরও পড়ুন: ‘ধোনি-ঝড়ে’র পরেও হার CSK-এর, গুরুর সামনে রানে ফিরলেন পন্তও, প্রথম জয় DC-র
তিনি আরও যোগ করেছেন, ‘চোট থেকে সেরে ওঠার পরে, অবশ্যই রানের জন্য সেই খিদেটা আছে। আইপিএল হল এমন একটি খেলা, যেখানে পিটিয়ে খেলতেই হবে। ধরে নিতে হবে, এটা আপনারই দিন। তবে এদিন আমি স্মার্টলি খেলছিলাম কারণ ৪ ওভারে আমরা ২৪ করেছিলাম।’
২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের নাম বদলানো হয়েছিল। এবং তখন থেকেই পৃথ্বী এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত। ১৩টি হাফসেঞ্চুরি সহ ৭২টি ম্যাচে ২৪.১৩ গড়ে ১৭৩৭ রান করেছেন। পৃথ্বী শ'-র সংখ্যা হয়তো পরিসংখ্যান অসাধারণ কিছু নয়। তবে তিনি প্রায়ই কাজের কাজটি করে গিয়েছেন। ২০২১ সালে পৃথ্বী মরশুমের সর্বোচ্চ স্কোরারদের একজন ছিলেন। ৪৭৯ রান সংগ্রহ করেছিলেন। তবে চোট এবং খারাপ ফর্ম তার উত্থানের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছিল। প্রায় বাচ্চা বয়স থেকে দলের সিনিয়রদের একজন হয়ে ওঠার বিষয়ে খোলামেলা কথা বলেছেন পৃথ্বী। সেই সঙ্গে তিনি পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বেঞ্চে বসা নিয়েও মুখ খুলেছেন।
আরও পড়ুন: পন্তদের কাছে হেরে শীর্ষস্থান খোয়াল CSK, মগডালে চড়ে বসল KKR, বড় লাফ GT এবং DC-র
পৃথ্বী বলেছেন, ‘দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এটি আমার সপ্তম বছর এবং ওরা সব সময়ে আমাকে খুব সুন্দর ভাবে স্বাগত জানিয়েছে। ওরা আমাকে বাচ্চাদের মতো দেখাশোনা করেছে। তবে আমি আর বাচ্চা নই, আমার সপ্তম বছর থেকে আমি এখন একজন সিনিয়র খেলোয়াড় হয়েছি। কিন্তু এই বছরও ওরা আমার চোটের কথা জানত। পাঁচ মাস পর মাঠে ফিরে এসে আবার সেই জায়গাটা তৈরি করা, খুবই কঠিন ছিল। তবে আমি মালিক, সাপোর্ট স্টাফ, রিকি (পন্টিং) স্যার, সৌরভ (গঙ্গোপাধ্যায়) স্যার, প্রবীণ (আমরে) স্যারের সমর্থন পেয়েছি।’
পৃথ্বী আরও বলেছেন, ‘যখন আমি প্রথম দু'টি ম্যাচ খেলতে পারিনি, ওরা আমাকে বলেছিল যে, তুমি সুযোগ পাবেই। আমরা শুধু কিছু নতুন জিনিস করার চেষ্টা করছি এবং সত্যি কথা বলতে, আমি এতে সত্যিই খুশি ছিলাম। আমি শুধু জানতাম যে, একবার সুযোগ এলে আমি আমার সেরাটা দেব।’