হঠাৎ করেই জাতীয় দল থেকে অবসর ঘোষণা করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া নিয়ে কোনও আক্ষেপ নেই টিম ইন্ডিয়ার সদ্য প্রাক্তন তারকার। বুধবার ব্রিসবেনে নিজের অবসর ঘোষণা করেন অশ্বিন। বৃহস্পতিবার চেন্নাইয়ে ফিরে তিনি স্পষ্ট জানালেন যে, যতদিন পারবেন, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যাবেন। কেননা ক্রিকেটার হিসেবে তিনি ফুরিয়ে গিয়েছেন বলে মনে করেন না রবিচন্দ্রন।
বুধবার ব্রিসবেন টেস্ট ড্র ঘোষিত হওয়ার পরে ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসেন অশ্বিন। প্রশ্নোত্তর পর্ব শুরু হওয়ার আগেই তিনি নিজের অবসরের কথা ঘোষণা করেন এবং রোহিতকে রেখে বিদায় নেন সাংবাদিক সম্মেলন থেকে। অশ্বিন বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে নেন তাঁদের কোনও প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই বলে।
সুতরাং, বুধবার নিজের অবসর ঘোষণা ছাড়া এই প্রসঙ্গে আর কোনও কথা বলেননি অশ্বিন। তবে বৃহস্পতিবার চেন্নাইয়ে ফিরে প্রথমবার মুখ খোলেন তিনি। নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে সংবাদমাধ্যমকে নিজের অবসর ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে জানান অশ্বিন।
তিনি বলেন, ‘আমি কখনই ভাবিনি এত মানুষ এখানে আসবেন। চুপচাপ ঘরে ঢুকে পড়তে চেয়েছিলাম এবং রিল্যাক্স করার ইচ্ছা ছিল আমার। তবে আপনারা সবাই আমার দিনটা বিশেষ করে তুললেন। অনেক বছর ধরে আমি টেস্ট ক্রিকেট খেলছি। তবে শেষবার এমন অভ্যর্থনা পেয়েছিলাম ২০১১ বিশ্বকাপ জয়ের পরে।’
অশ্বিন পরক্ষণেই বলেন, ‘অনেকের কাছেই অবসরের মুহূর্তটা আবেবঘন হয় এবং আবেগে ডুবে যেতে দেখা যায় অনেককেই। তবে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা সন্তুষ্টি এবং মুক্তির একটা অনুভূতি। অবসর নেওয়াটা সহজাত একটা অনুভূতি এবং বেশ কিছুদিন ধরেই এটা আমার মাথায় ঘুরছিল। (ব্রিসবেন টেস্টের) চতুর্থ দিনে আমার মনে হয় এবং পরের দিনেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি।'
অর্থাৎ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া প্রসঙ্গে অশ্বিন কার্যত নিজের কাছে ২৪ ঘণ্টার নোটিশ দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও অশ্বিন আইপিএল খেলা চালিয়ে যাবেন। এবছর মেগা নিলাম থেকে অশ্বিনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।