ভারতের উদীয়মান তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল বুধবার একটি বিশেষ মাইলফলক অর্জন করেছেন। তিনি তাঁর ক্যারিয়ারে প্রথম বারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের মধ্যে প্রথমে দশে ঢুকে পড়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি হোম সিরিজে জয়সওয়ালের অসাধারণ পারফরম্যান্স তাঁকে শীর্ষ দশের মধ্যে জায়গা করে দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে টেস্টে অভিষেক হয় যশস্বী জয়সওয়ালের। তার পর থেকেই তিনি সকলের নজর কেড়েছেন। এদিন প্রকাশিত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন যশস্বী। দু'ধাপ উপরে উঠে দশ নম্বরে জায়গা করে নিয়েছেন।তাঁর রেটিং পয়েন্ট ৭২৭।
ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে লাল-বলের ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকা যশস্বী ইতিমধ্যেই একটি টেস্ট সিরিজে ৬০০ বা তার বেশি রান করার নজির গড়ে ভারতীয় ব্যাটারদের এলিট ক্লাবে যোগ দিয়ে ইতিহাস লিখে ফেলেছেন। তিনিই একমাত্র বাঁহাতি ব্যাটসম্যান যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
আরও পড়ুন: তিন সিমারে খেলবে ভারত? পতিদারকে আরও একটি সুযোগের ইঙ্গিত রোহিতের, কী হবে ধরমশালা টেস্টে টিম ইন্ডিয়ার একাদশ?
সুনীল গাভাসকর, দিলীপ সরদেশাই, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলির সঙ্গে ২২বছর বয়সী তারকা এক মঞ্চে জায়গা পেয়েছেন। পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে টেস্ট সিরিজে ৬০০ রানের সীমা তিনি অতিক্রম করেছেন।
চারটি টেস্টে ৯৩.৫৭ গড়ে ৬৫৫ রান করে ফেলেছেন যশস্বী। যার মধ্যে দু'টি হাফসেঞ্চুরি এবং ২টি ডাবল সেঞ্চুরি রয়েছে। জয়সওয়াল একটি টেস্ট সিরিজে যে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রানের রেকর্ডও ছুঁয়ে ফেলতে পারেন। এই রেকর্টির মালিক এখনও কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি একটি টেস্টে সিরিজে ৭৭৪ রান করেছিলেন। সেই রেকর্ডটিকে লক্ষ্য করতে পারেন যশস্বী।
আরও পড়ুন: নাছোড় জাদেজা, কোচের নির্দেশ, সতীর্থদের অনুরোধ সত্ত্বেও নেটে ব্যাটিং চালিয়ে গেলেন
এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে রাজকোটে দুরন্ত ১৩১ রান করার ফলে ভারত অধিনায়ক রোহিত শর্মা ২ ধাপ উপরে উঠে ১১ নম্বরে জায়গা পেয়েছেন। এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ মিস করার পরেও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিও এক ধাপ উপরে উঠে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে।।
রাঁচিতে চতুর্থ টেস্টে ইংলিশ ব্যাটসম্যান জো রুট সেঞ্চুরি হাঁকিয়ে পিছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। স্মিথকে তিনে নামিয়ে রুট নিজে দুই উঠে এসেছেন। এদিকে মার্নাস ল্যাবুশেন আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হওয়ায়, পাঁচ ধাপ নীচে নেমে ১৩ নম্বরে জায়গা পেয়েছেন।