✱ নতুনভাবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এনক্লোজার থেকে নাকি মুছে ফেলা হবে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের নাম! পাকিস্তান ক্রিকেটে এই খবরটি দারুণ ভাবে ছড়িয়ে পড়ছিল। তবে এবার এই বিষয়ে মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা পুরো বিষয়টিকে একটি গুজব বলেছেন।
🅰আসলে কিংবদন্তি ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। অনেকে ভেবেছিলেন যেহেতু তিনি বর্তমানে কারাগারে রয়েছেন সেহেতু তাঁর নাম গাদ্দাফি স্টেডিয়ামের একটি এনক্লোজার থেকে সরিয়ে ফেলা হবে। এই বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কী গুজব উঠেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা কী বলছে?
🔜গুজব ছিল যে, ‘পাকিস্তানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির’ কারণে পিসিবি ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের নাম স্টেডিয়ামের একটি এনক্লোজার থেকে সরিয়ে ফেলেছে। তবে এই বিষয়ে পিসিবির এক কর্মকর্তা মুখ খুলেছেন। কোনও নাম উল্লেখ না করেই তিনি বলেছেন, ‘কোনও এনক্লোজারের নাম পরিবর্তন বা সরানো হয়নি।’ তিনি আরও বলেন, সব এনক্লোজারের নাম আগের মতোই থাকবে।
আরও পড়ুন… ❀Australian Open 2025: নোভাক জকোভিচের চোট নিয়ে প্রশ্ন তুললেন রাফায়েল নাদালের প্রাক্তন কোচ
ইমরান খান এনক্লোজারটি কোথায় রয়েছে-
🦄ফেব্রুয়ারি ১৯ তারিখে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গাদ্দাফি স্টেডিয়ামে সংস্কার করা হয়েছে। ১৯৯২ সাল থেকেই এই স্টেডিয়ামে রয়েছে ইমরান খান এনক্লোজার। এটি একটি ভিআইপি স্ট্যান্ড। এটি স্থায়ীভাবে গাদ্দাফি স্টেডিয়ামে বিদ্যমান রয়েছে। অনেকে ভেবেছিলেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যেহেতু স্টেডিয়ামটি সংস্কার করা হচ্ছে, এই সময়ে স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দেওয়া হতে পারে। আর সেই কারণেই হয়তো ইমরান খান এনক্লোজারটিও কোনও অস্তিত্ব থাকবে না।
আরও পড়ুন… ෴প্রত্যেকেরই ব্লক করার অপশন থাকে… অভিনেত্রীদের মেসেজ পাঠানো নিয়ে মুখ খুললেন পাক ক্রিকেটার শাদাব খান
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে লড়াই করছেন ইমরান খান-
𓂃আসলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে জোরালোভাবে অস্বীকার করেছেন ইমরান খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
বর্তমানে দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান ও তাঁর স্ত্রী
꧅বর্তমানে তিনি পঞ্জাব প্রদেশের একটি জেলে আটক রয়েছেন। তবে, এক দুর্নীতি মামলায় একজন বিচারক সম্প্রতি তাকে এবং তার স্ত্রী বুশরা বিবিকে দোষী সাব্যস্ত করেছেন এবং যথাক্রমে ১৪ ও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন। এর মাঝেই যদি গাদ্দাফি স্টেডিয়াম থেকে ইমরান খান এনক্লোজার নামটি মুছে ফেলা হয় তাহলে বিতর্ক আরও বাড়বে।