ভারতীয় দল নাকি দুবাইতে একই ভেনুতে ম্যাচ খেলা অনেক সুবিধা পাচ্ছে। এমন মন্তব্য করতে শোনা গেছে দঃ আফ্রিকার ক্রিকেটার, অস্ট্রেলিয়ার অধিনায়ক, পাকিস্তানের অন্তর্বর্তী কোচসহ বিশেষজ্ঞদের। সেই মাঠেই রবিবার ম্যাচ রয়েছে ভারত বনাম নিউজিল্যান্ডের। তাঁর আগে ভারতীয় দলের তেমন কোনও সুবিধা অবশ্য দেখতে পাচ্ছেন না কিউয়িদের অলরাউন্ডার।
দুবাইতে খেলার আগে কোনও বাহানা দিচ্ছেন না ব্রেসওয়েল
বাংলাদেশ ম্যাচে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল দুরন্ত বোলিং করেছিলেন। তিনি তুলে নিয়েছিলেন ৪ উইকেট। দুবাইতে ভারতীয় দলের পাওয়া সুবিধার কথা উঠতেই তিনি এসব বিষয়কে বেশি পাত্তা দিলেন না। অন্যান্য একাধিক দেশের খেলোয়াড় এবং বিশেষজ্ঞরা হইচই করলেও তিনি স্পষ্টতই বললেন, ‘এটা আগে থেকেই নির্ধারিত হয়ে রয়েছে, তাই এখানে আমাদের কিছু করার নেই। এটাই খেলাকে আরও উত্তেজনাকর করে তোলে। আমার মনে হয় নতুন জায়গায় খেলতে এসে এখানকার সঙ্গে মানিয়ে নেওয়ার আর শিক্ষা নেওয়াই আমাদের বড় কাজ হতে চলেছে ’।
পাকিস্তানে ভারতীয় দল সফর করবে না বলার পর দুবাইতেই রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার ম্যাচ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। অন্যদিকে নিউজিল্যান্ড শিবির পাকিস্তানেই এর আগের দুটো ম্যাচ খেলেছে। এবার তাঁরা দুবাইতে ভারতের বিপক্ষে খেলার পর ফের একবার পাকিস্তানে ফিরবে সেমিফাইনাল ম্যাচ খেলতে।
দুবাইতে স্পিনাররা সুবিধা পান
কিউয়ি অলরাউন্ডার ব্রেসওয়েল মনে করছেন, দুবাইয়ের পিচ শুধু স্পিন ফ্রেন্ডলি নয়, এখানে মানিয়ে নেওয়ার ক্ষেত্রেও ক্রিকেটারদের অগ্রণি ভূমিকা নিতে হবে। তাঁর কথায়, ‘এখানকার উইকেট দেখে মনে হয়েছে, স্পিনাররা একটু বেশিই সাহায্য পেয়েছে।তাই এখানে দ্রুত মানিয়ে নিতে হবে। আমরা পাকিস্তানে খেলাও উপভোগ করেছি। আমার মনে হয় আমাদের দলে যা ভারসাম্য রয়েছে, তাতে সব ধরণের পরিবেশেই আমরা খেলতে পারব। তাই আশা করি, যেই পরিস্থিতিই আসুক আমরা মানিয়ে নিতে পারব ’।