রবিবার (১০ মার্চ) ২০২৪ মহিলা প্রিমিয়ার লিগে (WPL) রুদ্ধশ্বাস ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) মাত্র ১ রানে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালস (DC)। এই হারের পর সুপারস্টার স্মৃতি মন্ধানা, এলিস পেরিদের ফ্র্যাঞ্চাইজি টিমের ড্রেসিংরুম যেন একেবারে মুষড়ে পড়েছিল। সকলের চোখেমুখেই যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। রিচা ঘোষ শেষ পর্যন্ত লড়াই করেও দলকে জেতাতে পারেননি। স্বাভাবিক ভাবেই তিনি আরও ভেঙে পড়েছিলেন। শেষ বলে রিচা আউট না হলে হয়তো ম্যাচটা ড্রও হতে পারত।
শেষ ওভারে বাকি ছিল ১৭ রান। আর শেষ বলে জয়ের জন্য দু'রান দরকার ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। কিন্তু শেষ বলে একচুলের জন্য রান-আউট হয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রিচা ঘোষ। যিনি কার্যত একাহাতে আরসিবিকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসেন। নিজের সবকিছু উজাড় করে দেন। সেই মরিয়া লড়াইয়ের পরও এক রানে হেরে গিয়ে ক্রিজেই কান্নায় ভেঙে পড়েন বাংলার মেয়ে। হাউমাউ করে কাঁদতে থাকেন। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক মেগ ল্যানিং, জেমিমা রডরিগেজ, শেফালি বর্মারা এসে তাঁকে সান্ত্বনা দেন। তবে হারের যন্ত্রণা নিয়েই মাঠ ছাড়তে হয় রিচাকে। ২৯ বলে ৫১ করেও মহাভারতের কর্ণ হয়েই থাকতে হয় রিচাকে।
আরও পড়ুন: IPL-এ ভালো খেললে, T20 WC-এর দরজা খুলে যাবে পন্তের জন্য- জানিয়ে দিলেন BCCI সচিব জয় শাহ
আরসিবি-এর বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পর, জেমিমা রডরিগেজ, মেগ ল্যানিংদের দিল্লি ক্যাপিটালস ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এসেছে। সেই সঙ্গে তারা প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। তবে মন ভেঙেছে আরসিবি খেলোয়াড়দের। সোমবার আরসিবি ফ্র্যাঞ্চাইজির তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যেখানে বেঙ্গালুরুর প্রধান কোচ লুক উইলিয়ামসকে লকার রুমে খেলোয়াড়দের অনুপ্রাণিত করতে দেখা গিয়েছে। তবে প্লেয়ারদের চোখে জল। যন্ত্রণায় ছটফট করছিলেন প্রত্যেকে।
আরও পড়ুন: ধোনির জায়গায় রোহিতকে CSK-এর অধিনায়ক চান ভারতের প্রাক্তনী
সেই ভিডিয়ো পোস্ট করে আরসিবি-র তরফে লেখা হয়েছে, ‘এক মুহূর্ত উচ্ছ্বাস, পরের মুহূর্তেই হয়তো যন্ত্রণা! অনেক সময়ে কাছাকাছি আসা, আবার কখনও দূরে সরে আসা। মেয়েরা হেরে যাওয়ায় তাঁদের হৃদয় ভেঙে গিয়েছে। তাও খুব কম ব্যবধানে। এবং কোচ লুক মুম্বইয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে প্লেয়ারদের উৎসাহিত করার চেষ্টা করেছেন!’
দিল্লির কাছে হেরে বসায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সরাসরি ফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গিয়েছে। আর যাই হোক, লিগের শেষ ম্যাচের ফলাফলের নিরিখে এক নম্বরে ওঠা সম্ভব নয় স্মৃতি মন্ধানাদের পক্ষে। এমন কী দ্বিতীয় স্থানেও জায়গা করে নিতে পারবে না আরসিবি। কেননা ব্যাঙ্গালোরের সংগ্রহে রয়েছে ৭ ম্যাচে ৬ পয়েন্ট। দিল্লি এবং মুম্বই ইতিমধ্যেই ১০ পয়েন্টে পৌঁছে গিয়েছে। সুতরাং তিন নম্বরে থেকে এলিমিনেটরের যোগ্যতা অর্জন করাই প্রধান লক্ষ্য আরসিবির।