আইপিএল-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার। আসলে আইপিএল ২০২৫-এর জন্য পঞ্জাব কিংস (PBKS) তাদের দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। দ𝓀লের নতুন অধিনায়ক হয়েছেন শ্রেয়স আইয়ার। ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে শ্রেয়সের নাম ঘোষণার পরেই ইতিহাসের পাতায় নাম তুললেন শ্রেয়স।
নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার-
আসলে তারকা ব্যাটার শ্রেযꦦ়স আইয়ার এই নিয়ে তিনটি ভিন্ন আইপিএল দলের নেতৃত্ব করবেন। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে এমনটা করলেন শ্♛রেয়স আইয়ার। এর আগে কোনও ভারতীয় ক্রিকেটার আইপিএল-এর ইতিহাসে এমনটা করেননি, ফলে আইপিএল-এ নতুন ইতিহাস সৃষ্টি করলেন শ্রেয়স আইয়ার।
আরও পড়ুন… Australian Open 2025: প্রথম সেট জিতেও অঘটন ঘটাতে পারলেন না নীশেষ, জকোভি♔চের কাছে হারলেন বাসবরেড্ডি
রেকর্ড অর্থে শ্রেয়স আইয়ারকে কিনেছে পঞ্জাব কিংস-
শ্রেয়স আইয়ার ২০২৪ সালে কলকাতা নাইট 𓄧রাইডার্সকে তাদের আইপিএল শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁকেই আইপিএল ২০২৫ মেগা নিলামে রেকর্ড ২৬.৭৫ কোটি টাকায় কিনেছে পঞ্জাব কিংস। ২০২৪ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত এই নিলামে দ্বিতীয় সর্বাধিক দামী খেলোয়াড় হয়েছিলেন শ্রেয়স আইয়ার।
KKR-এর পাশাপাশি DC-র নেতৃত্বও সামলেছিলেন শ্রেয়স আইয়ার-
কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি, শ্রেয়স আইয়ার দিল্লি ক্যাপিটালসেরও অধিনায়ক ছিলেন এবং ২০২০ সালের সংস্করণে তাদের ফাইনালে নিয়ে গিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তিনি আইপিএল ইতিহাসে দুটি ভিন্ন দলের সঙ্গে ফাইনালে 💖পৌঁছানোর একমাত্র অধিনায়ক হয়েছেন। এবার তার হাত ধরে ফাইনাল চ্যাম্পিয়ন হতে চায় পঞ্জাব কিংস।
আরও পড়ুন… IND vs ENG T20I: কবে, কখন, কোথা থেকে পাওয়া যাবে ইডে🥃ন ম্যাচের টিকিট? দাম কত করা হয়েছে?
আর কোন কোন ক্রিকেটার IPL-এ তিনটি দলের নেতৃত্ব সামলেছিলেন
আইপিএলের ইতিহাসে, শ্রেয়স আইয়ার আগে তিনটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়া দ্বিতীয় খেলোয়াড় হয়েছিলেন। শ্রীলঙ্কার মহান খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে তার আইপিএল নেতৃত্বের যাত্রা শুরু করেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে, পরে তিনি কোচি টাস্কার্স কেরালা এবং দিল্লি ক্যাপিটালসের ন൩েতৃত্ব সামলেছিলেন।
তালিকায় রয়েছেন আরও একজন অধিনায়ক যিনি IPL-এ তিনটি দলের নেতৃত্ব সামলেছিলেন
একইভাবে, অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথও এই টুর্নামেন্টে তিনটি দলের নেতৃত্ব দিয়েছেন। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, রাইজিং পুণে সুপার জায়ান্টস এবং রা𒆙জস্থান রযജ়্যালসের নেতৃত্ব সামলেছিলেন স্টিভ স্মিথ।
আরও পড়ুন… ভিডি♔য়ো: কাঁধে কাঁধে ধাক্কা, তারপর… BPL-এ মাঠেই বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটꦇারের ঝামেলা
নেতৃত্ব পাওয়ার পরে কী বললেন শ্রেয়স আইয়ার?
শ্রেয়স আইয়ার একটি বিবৃতিতে বলেছেন, ‘আমি সম্মানিত যে দলটি আমার উপর বিশ্বাস রেখেছে। আমি কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করার জন্য উন্মুখ। দলের শক্তি দুর্দান্ত, সম্ভাবনা এবং প্রমাণিত পারফ♑র্মারদের একটি চমৎকার মিশ্রণ রয়েছে। আমি আশা করি ম্যানেজমেন্ট প্রদত্ত বিশ্বাসের প্রতিদান দিতে পারব এবং দলের প্রথম শিরোপা জিততে পারব।’
২০২৪ মরশুমটা শ্রেয়স আইয়ারের জন্য দারুণ কেটেছে-
২০২৪ মরশুমটি শ্রেয়স আইয়ার জন্য অবিস্মরণীয় ছিল। তিনি কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। এর পাশাপাশি মুম্বইকে তাদের দ্বিতীয় সৈয়দ মুস্তাক আলি ট্রফিও জিতিয়েছেন। এছাড়াও, এই মরশুমে মুম্বই দলের একটি গুরুত্বপূর্ণ সদস্য ছিলে🌊ন শ্রেয়স আইয়ার। এই দলটি রঞ্জি ট্রফি এবং ইরানি ট্রফি উভয়ই জিতেছে।