IPL ২০২৫-এর মেগা অকশনে অবিক্রিত ছিলেন তিনি। তাঁর জন্য বিড করেননি কেউ। ঠিক তার ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দিয়েছিলেন উর্ভিল প্যাটেল। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে ২꧙৮ বলে সেঞ্চুরি করেন গুজরাটের এই ব্যাটসম্যান। ভেঙে দিয়েছিলেন ঋষভের রেকর্ড। এবার আরও একবার শতক হাঁকালেন তিনি। মঙ্গলবার ৩৬ বলে সেঞ্চুরি করলেন উর্ভিল। মনে করা হচ্ছে লাগাতার ব্যাট হাতে সেঞ্চুরি করে সব উপেক্ষার জবাব ♔দিলেন তিনি।
এদিন উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচ ছিল গুজরাটের। প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল গুজরাট। ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে উত্তরাখণ্ড। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৩.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট। ব্যাট হাতে ওপেন করতে এসে ৪১ বলে ১১৫ রান করে অপরাজিত ছিলেন উর্ভিল প্যাটেল। তিনি এই ইনিংসে মোট ১১টি ছয় এবং ৮টি চার মারেন।উর্ভিল ছাড়াও এদিনের ম্যাচে ১৮ বলে ২৮ রান করে অপরাজিত ছি🅘লেন অধিনায়ক অক্ষর প্যাটেল।
এর আগে বুধবার ইন্দোরে সৈয়দ মুস্তাক আলি ট্রফির বি-গ্রুপের ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হয়েছিল গুজরাট। সেখানেই ২৮ বলে নিজের ౠশতরান পূর্ণ করেন তিনি। সেদিনও ৭টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন উর্ভিল। আর ১টি বল কম খরচ করতে পারলেই তিনি হয়ে উঠতেন বিশ্বের টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরি করা ক্রিকেটার। টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরির বিশ্বরেকর꧙্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। বর্তমানে টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানকারীদের তালিকায় উর্ভিল দ্বিতীয় স্থানে রয়েছেন।
তবে বিশ্ব রেকর্ড গড়া না হলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সবচেয়ে কম বলে সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটার তিনিই। এর আগে এই রেকর্ড ছিল ঋষভ পন্তের নামে। ২০১৮ সালে হিমাচলপ্রদেশের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এক ম্যাচে ৩২ বলে শতরান করে এই রেকর্ড গড়েছিলেন তিনি। বুধবার পন্তের সেই রেকর্ডই ভেঙে দেন উর্ভিল। এর পাশাপাশি ক্রিস গেইলকেও টপকে যান তিনি। RCB-এর হয়ে গেইল ৩০ বলে শতক হাঁকিয়েছিলেন এর আগে। তাঁকে ৩ নম্বরে ঠেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন উর্ভিল। কিন্তু এরকম একজন মারকাটারি ব্যাটসম্যান কীভাবে আইপিএলে দল পেলেন না তা ভেবে বিস্ময় প্রকাশ করছেন ক্রিকেট꧂ সমর্থকরা।