🌺 টুর্নামেন্টে প্রথমবার একশোর বেশি রান খরচ করেও বিশ্বকাপের সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিল ভারত। ইংল্যান্ডকে হারিয়ে চলতি মহিলা অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতীয় দল।
🌳গতবার মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জেতে শেফালি বর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই নিরিখে এবার সেমিফাইনালের মঞ্চে হিসাব মিটিয়ে নেওয়ার সুযোগ ছিল ব্রিটিশদের সামনে। তবে ভারতের আধিপত্যে থাবা বসাতে ব্যর্থ হয় ইংল্যান্ড।
🐻কুয়ালা লামপুরে বিশ্বকাপের সেমিফাইনালে টস জেতে ইংল্যান্ড। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ব্রিটিশরা। ইংল্যান্ড একসময় ২ উইকেটের বিনিময়ে ৮১ রান তুলে ফেলে। তখনও তাদের হাতে ছিল ৫০টি বল। সুতরাং, ইংল্যান্ড দেড়শো রানের গণ্ডি ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছিল।
🍒তবে তার পরেই ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। শেষমেশ তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১১৩ রানে আটকে যায়। চলতি বিশ্বকাপে এই প্রথমবার কোনও দল ভারতের বিরুদ্ধে ১০০ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়।
💫ওপেন করতে নেমে ইংল্যান্ডের হয়ে সব থেকে বেশি ৪৫ রান করেন ডেভিনা পেরিন। ৪০ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। ৩০ রান করেন ক্যাপ্টেন অ্যাবি নরগ্রোভ। ২৫ বলের ইনিংসে তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। আমু সুরেনকুমার ১৩ বলে ১৪ রানের যোগদান রাখেন। তিনি ১টি চার মারেন। ইংল্যান্ডের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
🐲ভারতের হয়ে বৈষ্ণবী শর্মা ৪ ওভারে ২৩ রান খরচ করে ৩টি উইকেট নেন। ৪ ওভারে ২১ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন পারুনিকা সিসোদিয়া। ৪ ওভারে ২১ রান খরচ করে ২টি উইকেট নেন আয়ুশি শুক্লা।
♉পালটা ব্যাট করতে নেমে ভারত ১৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৩০ বল বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জেতে ভারত এবং সেই সুবাদে বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। আগামী রবিবার খেতাবি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারতের মহিলা ক্রিকেট দল।
ꦉইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ৭টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জি কমলিনী। তিনি ৮টি বাউন্ডারির সাহায্যে ৫০ বলে ৫৬ রান করে নট-আউট থাকেন। ২৯ বলে ৩৫ রান করে আউট হন গঙ্গাদি তৃষা। তিনি ৫টি চার মারেন। সনিকা চালকে ১টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ১১ রান করে নট-আউট থাকেন। ইংল্যান্ডের হয়ে একমাত্র উইকেটটি নেন ফোবি ব্রেট। ম্যাচের সেরা হন পারুনিকা সিসোদিয়া।