১১ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় হারারেতে জিম্বাবোয়ে এবং আফগানিস্তানের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে আফগ💃ানিস্তানকে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে স্বাগতিক দল জিম্বাবোয়ে। এই ম্যাচটি খুব উত্তেজনাপূর্ণ ছিল, কিন্তু জিম্বাবোয়ের ইনিংসের সময়, আফগান বোলার নবীন উল হক এমন কিছু করেছিলেন যা ভক্তদের অবাক করে দিয়েছে। এই ম্যাচে নিজের এক ওভারে ১৩টি বল করেছিলেন নবীন উল হক।
হ্যাঁ, এই ১৩টি বলের মধ্যে ৬টি ওয়াইড এবং ১টি নো বল ছিল। একটানা চারটি ওয়াইড বল করলেন আফগানিস্তানের বোলার নবীন উল হক। তার ম্যারাথন ওভারের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ঘটনাটি ঘটেছে জিম্বাবোয়🐷ের ইনিংসের ১৫তম ওভারে। এই ওভারের আগে ম্যাচটি আফগানিস্তানের নিয়ন্ত্রণে ছিল। ওয়াইড বল দিয়ে ওভার শুরু ꦆকরেন নবীন উল হক। এরপর প্রথম বলে এক রান এবং দ্বিতীয় বলে নো বলে চার হজম করেন তিনি।
আরও পড়ুন… পাকিস্তান ক্রিকেটে এটা কী চဣলছে? কোচকে না জানিয়েই তার সহকারীকে সরিয়ে দিল PCB! চাপে গিলেসপি
একটি ফ্রি হিট এড়াতে, নবীন অফ স্টাম্পের বাইরে বল করতে চেয়েছিলেন, কিন্তু এই প্রচেষ্টাতে ত♋িনি ১টা বা দুটো নয়, পরপর চারটি বল ওয়াইড করে বসেন। তবে এরপরে তিনি এই ওয়াইড বল থেকে বাঁচতে চেয়েছিলেন। পাশ বদলানোর পর নবীন আসার সঙ্গে সঙ্গে সি⛦কান্দার রাজা তাঁর বলে চার মারেন। পরের বলেই নবীন নিশ্চিতভাবে সিকান্দার রাজার উইকেট নেন, কিন্তু ওভারের শেষের দিকে তিনি আরেকটি ওয়াইড বল করেন।
আপনিও দেখুন সেই ভিডিয়োটি-
আরও পড়ুন… BGT 2024-25: রোহিত তো ‘ওভারওয়েট’: হিটম্যানের ফিটনেস নিয়ে প্রাক𒈔্তন প্রোট𒅌িয়া ক্রিকেটারের প্রশ্ন
শেষ বলে জিতেছে জিম্বাবোয়ে, ম্যাচে কী হয়েছিল-
জিম্বাবোয়ের হারারেতে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে। আফগানিস্তানের শুরুটা ছিল খুবই খারাপ হয়েছিল। খাতা না খুলেই আউট হন গুরবাজ। যেখানে সেদিকউল্লাহ অতল করেন ৩ রান। এরপর হজরতউল্লাহ জাজাই ২০ রান ও মহম্মদ ইসহাক করেন ১ রান। শুরুতেই পাঁচ উইকেট হারানোর পর, করিম জান্নাত ধৈর্য ধরে খেলেন এবং আফগানিস্তানের ইনিংস এগিয়ে নিয়ে যান। অপরাজিত ৫৪ রান করেন করিম। তাকে সমর্থন করেন মহম্𝐆মদ নবি। নবি করেন ৪৪ রান। যেখানে আজমতউল্লাহ উমরজাই ১৩ রানের অবদান রাখেন। জিম্বাবোয়ের হয়ে রিচার্ড নাগারাভা নেন ৩ উইকেট। মুজারাবানি নেন ১ উইকেট, ওয়েলিংটন মাসাকাদজা নেন ১ উইকেট।
আরও পড়ুন… BGT 2024-25: গাব্বা টেস্টের আগেই মিচেল মার্শের হুঙ্ক♈ার! বুমরাহকে চ্যালেঞ্জ দিতে তৈরি অজি অলরাউন্ডার
জবাবে লক্ষ্য তাড়া করতে নামা জিম্বাবোয়ে দল টার্গেট মাথায় রেখেই নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যায়। এবং নিজেদের জয় নিশ্চিত করে। জিম্বাবোয়ের হয়ে দুর্দান্ত ৪৯ রান করেন ব্রায়ান বেনেট। এই সময়ে তিনি পাঁচটি চার হাঁকিয়েছিলেন। তা ছাড়া মায়ার ৩২ রান, বার্ল ১০ রান এবং তাশিঙ্গা মুসেকিওয়া ১৬ রান করে ম্যাচ জেতান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই ♚লক্ষ্য অর্জন করে জিম্বাবোয়ে। আফগানিস্তানের হয়ে বোলিংয়ে নবিন উল হক ৩টি, রশিদ খান ১টি ও মহম্মদ নবি ১টি উইকেট শিকার করেন। তবে এরপরেও ম্যাচটি চির উইকেটে জিতে নেয় জিম্বাবোয়ে। ১৩ ডিসেম্বর জিম্বাবোয়ে ও আফগানিস্তানের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।