আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপ ‘এ’-র গুরুত্বপূর্ণ ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে বড় মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। রবিবার ভারতের বিরুদ্ধে মুখোমুখি হবে পাকিস্তান, এই ম্যাচে রিজওয়ানদের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী পিসিবি প্রধান। ম্যাচের আগে নাকভি পাকিস্তান দলের অনুশীলন ক্যাম্প পরিদর্শন করেন এবং খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে সেই সময়ে সিনিয়র ব্যাটসম্যান বাবর আজম অনুশীলনে উপস্থিত ছিলেন না।
মহসিন নাকভি সাংবাদিকদের বলেন, ‘আশা করি ভালো একটি ম্যাচ হবে। অবশ্যই, আমাদের দল পুরোপুরি প্রস্তুত। আমি মনে করি, দল ফর্মে আছে। তারা জিতুক বা হারুক, আমরা তাদের পাশে আছি।’ সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে রোহিত শর্মার দল জয়ের লক্ষ্যে নামবে, অন্যদিকে পাকিস্তানের জন্য এটি মরণ-বাঁচন লড়াই হতে চলেছে। কারণ এই ম্যাচে হারলেই তাদের টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে।
যখন নাকভিকে প্রশ্ন করা হয় যে, যদি ম্যাচটি লাহোরে অনুষ্ঠিত হত তাহলে তিনি কেমন অনুভব করতেন, তখন তিনি বলেন, ‘অনুগ্রহ করে ভারতীয়দের জিজ্ঞেস করুন, যদি ম্যাচ লাহোরে হত তাহলে তারা কেমন অনুভব করত।’ যদিও পাকিস্তান এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক আয়োজক দেশ, তবে ভারতীয় দল তাদের সব ম্যাচ দুবাইতে খেলছে।
আরও পড়ুন … Champions Trophy 2025: গড় ৭১.৯৬! 'অ্যাটাকিং' রোহিতের সঙ্গে 'ধীরস্থির' গিলের জুটি ঘুম কাড়বে শাহিনদের?
শনিবার লাহোরে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচের শুরুতে ভারতের জাতীয় সংগীত মুহূর্তের জন্য বাজানো নিয়ে নাকভি বলেন, ‘আইসিসিই এই টুর্নামেন্টের আয়োজক।’ তিনি আরও জানান, ‘আমাদের পক্ষ থেকে আজ ২২ জন ভারতীয় জেলেকে (Fishermen) মুক্তি দেওয়া হয়েছে।’ গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পাকিস্তানের কর্তৃপক্ষ করাচির মালির জেল থেকে ২২ জন ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে।
আরও পড়ুন … টিকিট নিঃশেষ, টেনশন চরমে, ভারত-পাকিস্তান ম্যাচের আগেই দুবাই যেন রণক্ষেত্র
এদিকে, ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, করাচির কারাগারে এক ভারতীয় জেলের ২৩ জানুয়ারি মৃত্যু হয়েছে। যদিও তার কারাদণ্ড শেষ হয়ে গিয়েছিল এবং তার ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত হয়েছিল, তবুও পাকিস্তান কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়নি।
প্রতিবেদনটি আরও জানায়, গত দুই বছরে এটি অষ্টম ভারতীয় জেলের মৃত্যু, এবং বর্তমানে ১৮০ জন ভারতীয় জেলে, যাদের সাজা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, পাকিস্তানের কারাগারে মুক্তির অপেক্ষায় রয়েছেন। ভারত সরকার এই বিষয়ে পাকিস্তানের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে।
আরও পড়ুন … ভিডিয়ো: ওর কি এখনও ইংল্যান্ডের পাসপোর্ট আছে? জোশ ইংলিসের ব্রিটিশ কানেকশন নিয়ে স্টিভ স্মিথের মজার জবাব
শুক্রবার, শ্রীলঙ্কা থেকে ফেরত আসা ১৫ জন ভারতীয় জেলে চেন্নাই পৌঁছান। কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন নিজ নিজ বাড়িতে ফিরে যাবেন। শ্রীলঙ্কায় ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে বলা হয়, ‘ঘরে ফেরা! ১৫ জন ভারতীয় জেলে গতকাল সন্ধ্যায় শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন।’
শনিবার, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন যে, তার দল চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে লড়াই করতে সম্পূর্ণ প্রস্তুত। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে চাইছে, অন্যদিকে পাকিস্তান যদি ম্যাচে হারে, তবে তারা আগেভাগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে।