মাধ্যমিকের পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই, তবে পরীক্ষা শেষ এই আনন্দে স্কুলেই ভাঙচুর চালালো পরীক্ষার্থীরা। ঘটনাটি কলকাতার নারকেলডাঙ্গা দেশবন্ধু বিদ্যাপীঠের। সেখানেই পড়ুয়ারা পরীক্ষার শেষে স্কুলের ফ্যান ভেঙে ফেলে এবং তান্ডব চালায় বলে খবর মিলেছে। পর্ষদের তরফে জানানো হয়েছে, যে স্কুলের পড়ুয়ারা ভাঙচুর চালিয়েছে সেই স্কুলের কর্তৃপক্ষকেই এর দায়ভার নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সংশ্লিষ্ট স্কুল ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ ওই স্কুলের পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে না।
এমন ঘটনার কথা খবরে প্রকাশিত হতেই, হতবাক বহু মানুষ। এই খবরে এই প্রজন্মের ছাত্রছাত্রীদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন অনেকেই। আর এমনই হতাশা ধরা পড়ল অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের গলাতেও। ঘটনা নিয়ে ফেসবুকের পাতায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা।
কী লিখেছেন ভাস্বর?
হতবাক অভিনেতা লেখেন, ‘আমরা কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি কে জানে? কদিন আগে পড়লাম মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পর একটা স্কুলের ছাত্র-ছাত্রীরা মিলে school property ভাংচুর করেছে।কারণ? তারা স্কুল ছেড়ে যাচ্ছে সেই ফূর্তিতে। আবার সেদিন দেখলাম,মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আনন্দে text books ছিঁড়ে কুটিকুটি করে হাওয়ায় উড়িয়ে দিয়েছে। Unbelievable! এরা কারা?এদের পরিবার কী শিক্ষা দিয়ে বড় করে তুলেছে? বই খাতা destroy করে উল্লাস?’
সবশেষে হতাশ ভস্বর লিখেছেন, ‘একদিন এইসব বাচ্চারা adult হয়ে সমাজ চালাবে?ভাবলেই ভয় হয়।’