৯০ এর দশকের অন্যতম সেরা ছবি ছিল ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এই ছবির গান ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ তখন লোকের মুখে মুখে ফিরত। গ্রামে গঞ্জে ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবি। সম্প্রতি এই গান আবার শোনা গেল লোকেশ ঘোষের গলায়। হ্যাঁ, সেই লোকেশ ঘোষ একটা সময় যিনি টলি পাড়ার বেশ জনপ্রিয় মুখ ছিলেন। একাধিক ছবিতে কাজও করেছেন। তবে এখন আর তাঁকে তেমন কোনও কাজে দেখা যায় না। কিন্তু মাচা শো তিনি করেন। আর সেখানেই এই জনপ্রিয় গানটি গেয়েছেন।
ফেসবুকে একটি পেজের তরফে লোকেশ ঘোষের এই ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানেই লেখা হয় তিনি এটি গত বছরের কালি পুজোর সময় একটি অনুষ্ঠানে এই গানটি গেয়েছিলেন। কিন্তু এখন সেটা ভাইরাল হয়ে গিয়েছে।
লোকেশ ঘোষের গানের গুঁতোয় চোখে থুড়ি কানে কম শুনছেন শ্রোতারা। লাল টিশার্ট জিন্স পরে মুখের নানা রকম অঙ্গ ভঙ্গি করে তিনি গানটি গান। তাঁকে সঙ্গ দেন এক মহিলা। দুজনের নাচ গান দেখে চক্ষু চড়কগাছ নেট পাড়ার। জনপ্রিয় এই গানের এমন দশা দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে সবাই।
এই ভাইরাল ভিডিয়োর কমেন্ট সেকশনে বইছে ট্রোলের বন্যা। এক ব্যক্তি লেখেন, 'আমরা ঠিক কতটা বাজে গাই যে এঁরা সুযোগ পায় আমরা পাই না।' আরেক ব্যক্তি লেখেন, 'গান গাইছে না ধমক দিচ্ছে?' অন্য এক নেট নাগরিক তাঁকে পরামর্শ দিয়ে বলেন, 'বেশি নাচানাচি করবেন না এই বয়সে পড়ে গেলেই সমস্যা।'
লোকেশ ঘোষকে মুখ্য অভিনেতা সহ একাধিক ছবিতে সাইড চরিত্রে দেখা গিয়েছে। তিনি ‘আসল নকল’, ‘বড় বউ’, ‘রাখি পূর্ণিমা’, ‘নাচ নাগিনী নাচ রে’, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। অঞ্জন চৌধুরীর বড় মেয়ে চুমকি চৌধুরী তাঁর স্ত্রী। তাঁরা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন।