টেলপর্দার বেশ চর্চিত মুখ মিশমি দাস। সোমবার হঠাৎই মিশমির সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ছবি দেখে চমকে গিয়েছেন বহু নেটিজেন। ছবিতে নজর কাড়ে মিশমির হাতের বাহুতে থাকা ট্যাটু। উলকি দিয়ে এটা কী লিখিয়েছেন মিশমি!
অভিনেত্রীর হাতে লেখা 'কতই রঙ্গ দেখি দুনিয়ায়'। হ্য়াঁ, ঠিকই ধরেছেন সত্য়জিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’ ছবির অমর পালের গাওয়া সেই জনপ্রিয় গান কতই রঙ্গ দেখি দুনিয়ায়'। সেই গানেই মূল লাইনটি ট্যাটু করিয়েছেন মিশমি দাস। কিন্তু কেন একথা লিখিয়েছেন অভিনেত্রী? সেই ব্যখ্যাও নিজেই দিয়েছে তিনি।
মিশমি লিখেছেন, 'আবার উল্কি করালাম! এর অর্থ ‘আমি এই পৃথিবীতে অনেক রঙ দেখতে পাই। মূলত সত্যজিৎ রায়ের লেখা একটি গান, তাঁর হীরক রাজার দেশে সিনেমার জন্য। গানটি এই পৃথিবীর বিস্ময় ও জীবনের নাটকীয়তা, ধনী-দরিদ্রের মধ্যে বৈপরীত্য, কিন্তু মানুষের ক্রমশ পরিবর্তিত প্রকৃতি/রঙের কথা বলে। ইদানীং আমি যে অদ্ভুত জিনিসগুলি দেখছি সেটাই আমাকে এই কাজটি করতে বাধ্য করেছে.. রায় (সত্যিজিৎ) এবং তার চলচ্চিত্রের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি রইল।’ হ্য়াশট্যাগে জুড়ে দিয়েছেন #proudbangali কথাটি।
মিশমি দাসের এই পোস্টের নিচে ইন্ডাস্ট্রি তাঁর অনেক সহকর্মীরাই কমেন্ট করেছেন। অশমিতা চক্রবর্তী লিখেছেন, ‘এটা সেরা, আমারও মনে হচ্ছে আবার একটা করাই’। সোহিনী লিখেছেন, ‘এটা আমার করার কথা ছিল’, পিয়ালী শাসমল লিখেছেন, ‘এটা সেরা…’। শুধু টলিপাড়ার লোকজনই নন মিশিমির নতুন ট্যাটু দেখে কমেন্টের বন্য়া বইয়ে দিয়েছেন নেটিজেনরাও।
প্রসঙ্গত মিশিমির ট্যাটু করার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ২০২০ সালে নেটপাড়ার পারদ চড়িয়েছিল অভিনেত্রীর পিঠের ট্যাটু। সেসময় পিঠের ট্যাটুতে মানবদেহের ৭টি চক্র এঁকেছিলেন তিনি। ব্যাকলেস ব্লাউজ পরে সেই ট্যাটু দেখিয়েছিলেন অভিনেত্রী। সেসময় তাঁকে অনেকেই প্রশ্ন করেছিলেন, এই ৭টি চক্র কী? ৭টি চক্রের অর্থই বা কী?