২০২৪ সালের ৯ মে বিয়ে করেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আদৃত রায় ও কৌশাম্বি চক্রবর্তী। দেখতে দেখতে এসে গেল বিয়ের প্রথম জন্মদিন। তবে তার আগে বড় চমক এল দুজনের পক্ষ থেকে। পরিবারের ছোট্ট নতুন সদস্যের সঙ্গে আলাপ করালেন তাঁরা।
কৌশাম্বিই শেয়ার করলেন সেই ছবিখানা। যেখানে দেখা গেল বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন এক সারমেয়কে। পরের ছবিটিতে সেই খুদেকে চুমু খেতেও দেখা যায়, আর একদম তৃতীয় ছবিতে বউয়ের পাশে যোগ দিয়েছেন আদৃতও।
আর ক্যাপশনে কৌশাম্বি লিখলেন, ‘Happiness…’। আর এই পোস্টে ভালোবাসা দিতে দেখা গেল অহনা দত্ত, অনিন্দিতা রায় চৌধুরীকে।
দেখে নিন কৌশাম্বির সেই পোস্টখানা-
মিঠাইয়ের সেটে একে-অপরের প্রেমে পড়েছিলেন আদৃত ও কৌশাম্বি। সিরিয়ালের নায়িকা নয়, দিদিয়াকেই বিয়ে করেন ‘সিদ্ধার্থ মোদক’। একসময় এই সম্পর্ক নিয়ে কম ট্রোলের মুখে পড়েননি তাঁরা। মিঠাই ধারাবাহিকের নায়িকা সৌমিতৃষার ভক্তরা একপ্রকার শাপশাপান্তও করেছিল দুজনকে। তবে নিন্দুকদের মুখে ছাই দিয়ে ২০২৪ সালের মে মাসে বসেন বিয়ের পিঁড়িতে।
এমনকী, বিয়ের মাস ছয় গড়ানোর আগেই শোনা যেতে শুরু করেছিল যে, আদৃত আর কৌশাম্বির মধ্যে নাকি হয়ে গিয়েছে ছাড়াছাড়ি। তবে সেই ভুল ভাঙেন সেইসময় আদৃতই। জানান, এসবই রটনা। আগে এই ধরনের খবরে কষ্ট পেত তাঁর বউ, তবে এখন কৌশাম্বিও বিশেষ পাত্তা দেন না।
আরও পড়ুন: রেষারেষি ২ চ্যানেলে, এই নায়িকা হচ্ছেন জি বাংলার ‘রাণী ভবানী’? ২ বছর পর হল ঘর ওয়াপসি
এর আগে এক সাক্ষাৎকারে আদৃত জানিয়েছিলেন, বিয়ের পরও সেভাবে কোনও দায়িত্ব নিতে হয় না তাঁকে। সবটাই তাঁর বাবা ও বউ কৌশাম্বি সামলে নেন। তাঁর কথায়, ‘আমি বাড়ির কাজ তেমন পারি না। ও এ বিষয়ে আমায় বাচ্চার মতো সামলায়। ও একা হাতেই অনেককিছু সামলায়।’
আরও পড়ুন: আদরে মাখামাখি দুজন, কাশ্মীর পরিকল্পনা বাতিল, তাহলে অভিষেক-শার্লির হানিমুন কোথায়
তবে বিয়ের আগে থেকেই ফুলকি ধারাবাহিকে রয়েছেন কৌশাম্বি। ধারাবাহিকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে পারোমিতা চরিত্রকে। যদিও বর্তমানে কৌশাম্বিকে দেখা যাচ্ছে স্টার জলসার গৃহপ্রবেশ ধারাবাহিকেও, ডাক্তার মোহনার চরিত্রে। আর মজার ব্যাপার হল, সেই ধারাবাহিকে কৌশাম্বি থুরি মোহনা যাকে ভালোবাসে, সেই চরিত্রের নাম আদৃত।
আদৃত রায়কে এখন দেখা যাচ্ছে জি বাংলার মিত্তির বাড়ি সিরিয়ালে।