বিয়ের পর জুটি বেঁধে এই প্রথমবার কোনও রিয়েলিটি শোতে এসেছিলেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। আর সেখানে💧ই যত ঝামেলার সূত্রপাত। বিগ বস ১৭ তে আসার পর থেকেই যেন একটার পর একটা সমস্যা বেড়ে চলেছে ভিকি এবং অঙ্কিতার। এমনকি উঠে এসেছে বিবাহ বিচ্ছেদের কথাও। তার মধ্যেই প্রকাশ্যে এল উইকএন্ড কা ভার পর্বের প্রোমো। সেখানে বিশেষ অতিথি হিসেবে করণ জোহরকে দেখা যাবে। তিনি এসেই এই জুটির সমস্যা সমাধানের চেষ্টা করবেন। তিনি ভিকিকে প্রশ্ন করেন যে কেন তিনি অঙ্কিতার হয়ে কথা বলেননি যখন তাঁর মা অঙ্কিতাকে একটার পর একটা প্রশ্ন করে চলেছিল। তখন ভিকিকে পরিবারের হয়ে সাফাই দিতে দেখা যায়। এবং অঙ্কিতার দোষ কী কী ছিল সেটা দেখিয়ে দেয়।
কালার্স চ্যানেলের তরফে এদিন য🤪ে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছিল বিগ বস ১৭ এর সেখানে এই পোস্টের ক্যাপশনে লেখা হয়, 'উইকএন্ড কা ভার পর্বে কী♛ ভিকি এবং অঙ্কিতার সমস্যা মিটবে?'
আরও পড়ুন: মেয়𓃲ে হওয়ার পর পুরোদম🎃ে কাজ শুরুর আগে পিকনিকে খোশমেজাজে শুভশ্রী-রাজ, এসেছিলেন আর কারা?
আরও পড়ুন: ইন্ডিয়ান আইডলে শুভদীপের গানে জমিয়ে নাচ শানু-বিশালের,🀅 মুগ্ধ শ্রেয়া কী বললেন?
এরপরই প্রোমোতে দেখা যায় করণ জোহর ভিকি জৈনকে বলছেন, 'আপনার মা এসে অঙ্কিতাকে একগাদা প্রশ্ন করলেন, তখন স্বামী হিসেব✤ে আপনার উচিত ছিল ওঁর (অঙ্কিতা) পাশে দাঁড়ানো।' এরপর অঙ্কিতাকে দেখা যায়,𒐪 তিনি ভিকিকে বলেন, ' তোমার বাবা আমার মাকে ফোন করে বলেছেন আপনিও কি আপনার স্বামীকে এভাবে মারেন?' তখন ভিকি আবার তাঁকে বলেন, 'তখন এই পরিস্থিতিতে তোমার বাবা কী বলতে পারতেন?' এরপর অঙ্কিতার রীতিমত ক্লাস নেন ভিকি। বলেন, 'তুমি কখনই তোমার কোনও জিনিস আগলে রাখতে পারো না, আর সেটা জাতীয় টেলিভিশনে দেখতে খুব একটা ভালো লাগে না। কবে বুঝবে এটা?'
কে কী বলছেন?
দর্শকরা ভিকি জৈনের উপর বেজায় চোটে আছেন। তাঁরা কেউই এখন তাঁর ব্যবহার, আচরণ পছ🧜ন্দ করছেন না। এক ব্যক্তি এদিন প্রোমোতে লেখেন, 'ভিকি কখনই নিজের ভুল স্বীকার করে না।' আরেকজন লেখেন, 'ভিকি সবসময়ই ভুল পথে হাঁটেনি। আর অঙ্কিতার বিষয় হলে তো কথাই নেই।' কেউ আবার করণ জোহরকে সমর্থন করে বলেন, 'একদম ঠিক বলেছেন কেজো, ভিকি নিজের দোষ কখনই দেখতে পারেন না। ও বোঝে না এটা যে সবসময় অঙ্কিতা ভুল হতে পারে না। বা ও নিজেও ভুল হতে পারে কখনও?'
আরও পড়ুন: ঢালিউড পেরিয়ে এবার🎉 টলিউডে শবনম বুবলি! সঙ্গী কৌশিক গঙ্গোপাধ্যায়-সৌরভ দꩵাস
প্রসঙ্গত ব๊িগত কয়েকদিন ধরেই ভিকি জৈন এবং অঙ🌊্কিতা লোখান্ডের মধ্যে অশান্তি হয়েই চলেছে। মাঝে ফোড়ন কেটেছেন ভিকির মাও। ব্যাপারটা মৌখিক ভাবে বিচ্ছেদ পর্যন্ত গড়িয়েছে। এখন দেখার পালা করণের বোঝানোতে কিছু হয় কিনা।