সপ্তাহখানেক আগেই স্টার জলসায় আসে বুলেট সরোজিনীর প্রোমো। তারপর থেকেই জল্পনা চলছিল, কোন স্লটে আসবে এই মেগা। অনেকেই মনে করেছিলেন যে, হয়তো কথা-র স্লটই দেওয়া হবে নতুন এই ধারাবাহিককে। টক্কর দেবে জগদ্ধাত্রীকে। কিন্তু তা হল না! তাহলে কোন ধারাবাহিকের জায়গা নিল বুলেট সরোজিনী?
রবিবার সক্কাল সক্কাল হয়ে গেল স্লট ঘোষণা। ৫ মে অর্থাৎ সোমবার থেকে আসবে বুলেট সরোজিনী। আর দেওয়া হয়েছে বিকেল ৫.৩০ স্লট। অর্থাৎ জায়গা নিচ্ছে দুই শালিকের। অর্থাৎ ৫ মে থেকে এটি মুখোমুখি হবে আনন্দীর।
আরও পড়ুন- জি বাংলায় আসছে ‘কুসুম’ ধারাবাহিক, নায়ক ‘শৌর্য’ সপ্তর্ষি, আছেন অঞ্জনা, নায়িকা কে?
যদিও দুই শালিক শেষ করা হবে না স্লটবদল, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুব বিরক্ত নেটপাড়া। একজন লেখেন, ‘দুই শালিকের মতো একটা ভালো গল্পকে শেষ করে দিলেন! আর কখনো সাপোর্ট করব না এই বেহায়া চ্যানেলকে।’ আরেকজন লেখেন, ‘দুই শালিক কিন্তু আনন্দীকে চাপে রেখেছিল। স্লট পাচ্ছিল টানা। এবার বুলেট সরোজিনীকে এনে কী আছে দেখতে চাই স্টার জলসার কপালে।’
কদিন আগেই বুলেট সরোজিনীর সেট থেকে ছবি শেয়ার করেছিলেন শ্রীময়ী চট্টোরাজ। ধারাবাহিকের নায়িকা সরোজিনীর শাশুড়ি রাগিনী চ্যাটার্জীর চরিত্রে দেখা মিলবে তাঁর। এছাড়াও রয়েছেন দিয়া বসু, অর্ণব বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বীর শর্মাকে। দিয়া অর্থাৎ সরোজিনী ছোটবেলা নিজের চোখে খুন হতে দেখে বাবা-মাকে। হারিয়ে যায় ভাই আর বোন। কাকার সংসারে মানুষ।
আরও পড়ুন- কথায় বলে, মেয়েরা কুড়িতেই বুড়ি! যদিও ৪০-এ মা হয়েছেন এই টলি তারকারা
সরোজিনী ও অর্ণব পছন্দ করেন একে-অপরকে (অর্ণব বন্দ্যোপাধ্যায়ের চরিত্রের নামও এখানে অর্ণব)। তবে মা-বাবার খুনীকে খুঁজে পেতে সে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয় রাগিনী চ্যাটার্জীর ছেলে, রণদেব চ্যাটর্জীকে। প্রোমো থেকেই স্পষ্ট, সাধারণ পারিবািক গল্পের পাশাপাশি একটা টানটান রহস্য-রোমাঞ্চ থাকবে এই ধারাবাহিকে। কারণ মা-বাবার খুনীকে খুঁজে পেতে, দিয়া অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। খুঁজছে হারিয়ে যাওয়া ভাই-বোনকে।
এক অজানা রহস্যময় মানুষের হয়ে খবর সংগ্রহের কাজ করে দিয়া। যদিও উদ্দেশ্য একটাই, ছোট বয়সে পরিবারকে যারা শেষ করে দিয়েছে, সেই মানুষগুলোর কাছাকাছি পৌঁছনো। দোষীদের ধরিয়ে দেওয়া। প্রতিশোধ নেওয়।