তারকাদের মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষের শিকার হতে হয়। কখনও তাঁদের পোশাক, কখনও তাঁদের কাজ তো কখনও আবার তাঁদের কথা বা ধর্মের কারণে। এবার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সেলিনা জেটলিকে কটাক্ষ করা হল তাঁর ধর্মের জন্য। তবে তিনি কিন্তু সেটা মোটেই চুপচাপ হজম করে নেননি। ꦬবরং দিয়েছেন যোগ্য জবাব।
ট্রোলারকে জবাব সেলিনার
এদিন এক ব্যক্তি অভিনেত্রীকে কটাক্ষ করে টুইটার যা বর্তমানে এক্স নামে পরিচিত সেখানে লেখেন, 'আমি তো জানতাম আমি বুঝি গর্বিত হিন্দু। এখনও ভাব൩ছি সেটাই।' এটার উত্তরে সপাটে জবাব দেন অভিনেত্রী তাঁকে। সেলিনা তাঁর পোস্টে স্পষ্ট ভাবে লেখেন, 'হ্যাঁ আমি একজন গর্বিত হিন্দু। আমি একজন গর্বিত হিন্দু যাঁর বিয়ে হয়েছে একজন গর্বিত ক্রিশ্চানের সঙ্গে। সমস্ত উৎসব আমরা একসঙ্গে এক উন্মাদনা, ভালোবাসা দিয়ে উদযাপন করি। এবং সমস্ত ধর্ম এবং সংস্কৃতির জন্য আমাদের গর্ব এবং শ্রদ্ধা আছে।'
আরও পড়ুন: 'ডাঙ্কি যখন টাকা খরচ করে দেখব তখন...', প্রধান কাবুলিওয়ালা মুক্তির ꦛআগেই বিস্ফোরক অঙ্কুশ, লিখলেন কী?
অভিনেত্রী একজন হিন্দু হয়েও কেন মুসলিমকে বিয়ে করেছেন সেটার জন্যই তাঁকে এইꦯ কটাক্ষ করা হয়েছিল। কিন্তু সেটা তিনি এড়িয়ে যাননি বা চুপচাপ হজম করেননি। বরং যোগ্য জবাব দিয়েছেন সেটার।
কে কী বলছেন?
অনেকেই সেলিনা জেটলির এই পোস্টে মন্ꦬতব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'একেবারে সপাটে একটা চড় কষিয়েছ। দারুণ উত্তর।' আরেকজন লেখেন, 'ওহ কী দিলেন! যাঁরা এসব বলেন তাঁদের এভাবেই উত্তর দেওয়া উচিত।'
প্রসঙ্গত সেলিনা জেটলি জওয়ানি দিওয়ানি, গোলমাল র♛িটার্ন, নো এন্ট্রি, থ্যাংক ইউ ইত্যাদি ছবিতে দেখা গিয়েছিল। তিনি ২০১১ সালে পিটার হগক🌊ে বিয়ে করেন।