রাজ কুন্দ্রার ‘হটশটস’ অ্যাপে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন সেলিনা জেটলি! পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারির পর এমনই খবর চাউর হয়েছিল বলিউডে। অবশেষে সেই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সেলিনা জেটল💖ি। বুধবার এক মুখপাত্রের মাধ্যমে সেলিনা জানিয়েছেন, রাজ কুন্দ্রার অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগাযোগ নেই। তবে শিল্পা শেট্টির অ্যাপ 'JL Streams'এর তরফ থেকে তাঁর কাছে প্রস্তাব এসেছিল কাজের।
রাজের গ্রেফতারির পর খ♛বর ছড়ায়, রাজ কুন্দ্রার একটি প্রকল্পের জন্য সেলিনার কাছে প্রস্তাব এসেছিল। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সেলিনার মুখপাত্র জানিয়েছেন, ‘সেলিনার সঙ্গে শিল্পা বলিউডের আরও একাধিক জ✱নপ্রিয় অভিনেত্রীকে এই অ্যাপের ভিডিয়োতে অংশ নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও সেলিনা তাতে যোগ দেননি’। পাশাপাশি রাজ কুন্দ্রার অ্যাপের সঙ্গে সেলিনার কোনও সম্পর্ক নেই তিনি পরিস্কার জানিয়েছেন।
এদিকে পুলিশের হেফাজত থেকে রেহাই পাচ্ছেন না রাজ। বুধবার মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে রাজ এবং তাঁর সহকারী রেয়ান থ্রোপের জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। বর্তমানে আর্থার রোডের জেলে রয়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির ব্যবসায়ী স্বামী। নীল ছবি তৈরির অভিযোগে গত সপ্তাহে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ম👍ঙ্গলবার রাজ কুন্দ্রাকে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।