চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি শুরু হওয়ার মাত্র কিছু দিনের মধ্যেই টিআরপি তালিকায় বেশ দাপট দেখাচ্ছে। সেরা ১০ এ নিজের জায়গা পাকা করে নিয়েছে। এবার দর্শকদের আগ্রহ বাড়াতে আসছে গল্পে নতুন টুইস্ট।
আরও পড়ুন: বাগদান সারলেন 'ডাইনি'র পরিচালক নির্ঝর! পাত্রী কে? কবেই বা সাতপাক ঘুরবেন?
কী ঘটেছে?
এদিন জি বাংলার তরফে যে প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে অপু তার বাড়ির লোকের সঙ্গে রেস্তোরাঁয় এসেছে। তারা অপেক্ষা করছে আর্যর জন্য। কিন্তু সময় পেরিয়ে গেলেও দেখা নেই তার। অপু বারবার ফোন করা শুরু করে আর্যকে, কিন্তু সাড়া নেই। মিটিংয়ে ব্যস্ত সে। কিন্তু যখনই সে অপুর ফোন দেখে সে মিটিং মাঝপথে থামিয়ে বেরিয়ে যেতে চায়।
কিন্তু চাইলেই কি সব হয়। আর্য যখন অফিস থেকে বেরোতে যাচ্ছে তখন তার পথ আটকে দাঁড়ায় তার বন্ধু কিঙ্কর। শুধু তাই নয়, আর্য যখন জানায় যে তার জন্য কেউ অপেক্ষা করছে তখন কিঙ্কর সাফ জানিয়ে দেয় আজ যদি আর্য সেখানে যায় তাহলে তাদের বন্ধুত্ব থাকবে না। তবে কি আর্য কথা দিয়েও সত্যি যাবে না অপুদের সঙ্গে দেখা করতে? উত্তর সময়ই দেবে।
অন্যদিকে অপেক্ষা করে করেও যখন আর্য আসে না অপু তার বাড়ির লোককে জানায় তারা এবার চলে যাবে। সবাই কথা দিয়ে রাখে না। কথা বলতে গিয়ে তার চোখ জলে ভরে ওঠে। স্পষ্ট বোঝা যায় যে সে আর্য স্যারের উপর অভিমান করেছে। তবে কি এই অভিমান তাদের মধ্যে দূরত্ব বাড়াবে নাকি কাছে আনবে? সেটা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলো দেখলেই বোঝা যাবে।
আরও পড়ুন: 'গুরুতর অসুস্থ' নন কাঞ্চন! সত্য প্রকাশ্যে এনে কী জানালেন শ্রীময়ী? কেমন আছেন তৃণমূল বিধায়ক?
চিরদিনই তুমি যে আমার প্রসঙ্গে
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরে বহুদিন পর ছোট পর্দায় ফিরেছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। তাঁদের রসায়ন মুগ্ধ করেছে দর্শকদের। গল্পও আগ্রহ জাগাচ্ছে। এটি জি বাংলার পর্দায় রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে দেখা যায়।