বাংলা নিউজ > বায়োস্কোপ > Dance Bangla Dance: ‘ডান্স বাংলা ডান্স’-এ কৌশানির কোলে বসে এটা কী করল মিছরি? খুদের কাণ্ড দেখালেন অভিনেত্রী…
সারেগামাপা শেষে এই মুহূর্তে চর্চায় রয়েছে জি বাংলার নাচের রিয়েলিটি শো 'ডান্স বাংলা ডান্স'। শোয়ের শ্যুটিংয়ের ফাঁকে বিচারক, সঞ্চালক, প্রতিযোগীরা ঠিক কী কী করছেন, তা নিয়ে দর্শকদের কৌতুহল থাকে বৈকি। অনেকেই জানতে চান শ্যুটিংয়ের ফাঁকে খুদে সঞ্চালক-সঞ্চালিকাদের সঙ্গে কী কী করেন অঙ্কুশ-কৌশানিরা?
‘ডান্স বাংলা ডান্স’-এর শ্যুটিংয়ের ফাঁকে এমনই এক দৃশ্য উঠে এল টলি অনলাইনের ক্যামেরায়। যেখানে দেখা যাচ্ছে ছোট্ট মিছরি কৌশানির কোলে বসে ছবি আঁকছে। কৌশানি বলেন, ‘ড্রয়িং-এর অবস্থাটা একটু দেখাই সবাইকে।’ এরপরই কৌশানি দেখান, ছোট্ট মিছরি, তার কাছে থাকা কাগজে ইজিবিজি কেটেছে। এরপর ছোট্ট সঞ্চালনের হাত ধরে I Love You-লিখতে শেখান অভিনেত্রী।