জানে তু ইয়ে জানে না-র মিষ্টি দেখতে হিরো-কে মনে হয় কোনওদিনই ভুলতে পারবেন না সিনেমাপ্রেমীরা। খুব জলদিই দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন ইমরান খান, যিনি আমির খানের ভাইপো। দিয়েছিলেন 'আই হেট লাভ স্টোরিস', এবং 'দিল্লি বেলি'-র মতো ছবি। তবে একদিনহঠাৎই নিজেকে বলিউড থেকে সরিয়ে নিয়ে যান দূরে। এখানে কিন্তু কাজ করেনি নেপোটিজম। বরং কেরিয়ার তলিয়ে যায় ইমরানের। শুধু তাই নয় ভুগতে শুরু করেন অবসাদে। বিচ্ছেদ হয় স্ত্রী অবন্তিকার সঙ্গেও। যদিও সিনেমার দুনিয়ায় আবার কামব্যাক করতে তৈরি ইমরা🔯ন।
সম্প্রতি এক♑ সাক্ষাৎꦿকারে জীবনের ফেলে আসা কঠিন অধ্যায় নিয়ে কথা বললেন আমির খানের ভাগ্নে। ২০১৬ সালে কাট্টি বাট্টি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হতেই সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। ছয় বছরের বেশি সময় ধরে কাজ থেকে দূরে। ফলত আর্থিক অনটন তো আসবেই।
আরও পড়ুন: ৫২৫ কোটি আয় গদর ২-এর! শীঘ্রই শুরু হবে গদর♊ ৩-এর কাজ, তারাকে একা করে মারা য𝐆াবে সাকিনা?
ভোগ ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ইমরানকে বলতে শোনা গেল, তিনি তাঁর বিলাসবহুল পালি হিলের বাংলো ছেড়ে চলে এসেছেন বান্দ্রার একটি ফ্ল্যাটে। তার রান্নাঘরে মাত্র তিনটি প্লেট, তিনটি কাঁটা চামচ, দুটি কফির মগ এবং একটি ফ্রাইং প্যান আছে। বিক্রি করে দিয়েছেন, চেরি লাল রঙের ফের❀ারি গাড়িটি। এখন চালান ফক্সওয়াগেন।
আরও পড়ুন: ‘তোর বাবার কী♕ যায় আসে…’, হঠাৎ কেন বিস্ফোরক আসানসোলের তৃণমূল নেতা শত্রুঘ্ন সিনহা
আরও পড়ুন: ‘সব উজা🔥ড়’ কꦐরার পরামর্শ খুদের, দাদাগিরিতে আঁতকে উঠলেন সৌরভ! বললেন, ‘এতে বড় হবি’
এর আꦕগে ইমরানকে বলতে শোনা গিয়েছিল, কীভাবে তাঁর চেহারা নিয়ে বুলি করা হত বলিউডে। বলা হত, তাঁকে দেখতে হিরোসুলভ নয়। যার ফলে ভুগতে শুরু করেন তিনি নিরাপত্তাহীনতায়। সম্প্রতি এই নিয়ে একটি পোস্টও করেছিলেন সোশ্যালে। লিখেছিলেন, ‘ভিতর থেকে মনে হত আমাকে একদম পারফেক্ট দেখাচ্ছে। কিন্তু আমি নিরাপত্তাহীনতায় ভুগতাম। আমি শক্তিশালী হতে চেয়েছিলাম, হিরোসুলভ চেহারা চেয়েছিলাম। চাই আরও বেশি করে চেষ্টা করলাম। দিনে ৬ বার খাওয়া-দাওয়া শুরু করলাম- ৪০০০ ক্যালোরি গোটা দিনে। চিকেন ব্রেস্ট, ডিমের সাদা অংশ, রাঙালু, ওট🐠স, ফ্লেক্স সিডস… সব প্রোটিনযুক্ত খাবার কিন্তু তাও আমার বাইসেপ বাড়ছিল না।’ এরপর নানা ধরনের সাপ্লিমেন্ট ফুড খাওয়া শুরু করেন ইরমান, তাতেও কাজ না হলে ‘অ্যানাবলিক স্টেরয়েড’ নেন।
তবে ইমরানের অভিনয় বারবরই ছিল দুর্দান্ত। ফলে বহু মানুষই তাঁকেফের দেখতে চান অভিনয়ে। এখন দেখার কবে সে স্বপ্নপূরণ ✅হয়।