১৮ এপ্রিল কে এল রাহুলের জন্মদিন। এই বছর ৩৩ বছরে পা দিলেন এই ভারতীয় ক্রিকেটার। আর এই বিশেষ দিনেই মেয়ের সঙ্গে আলাপ করালেন, পোস্ট করলেন সেই একরত্তির ছবি। শুধু তাই নয়, জাℱনালেন তার কী নাম রেখেছেন এই তারকা জুটি।
আরও পড়ুন: ৬০ বছরে সাতপাক! ‘দিলু’দার বিয়েতে দিলওয়🔯ালে দুলহানিয়ার সঙ্গে মিল খুঁজে কী লিখলেন ঋত্বিক?
আথিয়া এবং রাহুলের মেয়ের নাম
আথিয়া🌊 শেট্টি এবং কে এল রাহুলের মেয়ের নামের সঙ্গে যোগ আছে স্বর্গের। হ্যাঁ, একেবারেই তাই। এই তারকা জুটি তাঁদের সন্তানের নাম রেখেছে ইভারা। এই কথাটির অর্থ ঈশ্বরের উপহার। আর সেই কথা খোদ কে এল রাহুল তাঁর এই পোস্টের মাধ্যমে জানিয়েছেন।
কে এল রাহুল তাঁর জন্মদিনের সকালে তাঁদের তিনজনের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট ইভারা তাঁ༒র কোলে মাথা রেখে শুয়ে। যদিও সেই একরত্তির মুখ দেখা যাচ্ছে না। পাশে রয়েছেন আথিয়া শেট্টি। এই ছবিটি পোস্ট করে এদিন রাহুল লেখেন, 'আমার মেয়ে, আমাদের সব কিছু। ইভারা।💧 ঈশ্বরের উপহার।'
কে কী লিখেছেন?
রাহুলের এই পোস্টে এদিন অনেকেই মন্তব্য করেছেন। অনুষ্কা শর্মা এদিন একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। অক্ষর প্যাটেল, ক্রিস গেল, শোভিতা ধুলিপালা সহ আরও একাধিক ব্যক্তি এদিন একদিকে যেমন রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তেমনি ইভারার জ🍰ꦏন্য ভালোবাসায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত ২০২৫ সালের মার্চ মাসে কে এল রাহুল এবং আথিয়া শেট্টি বাবা মা হয়েছেন। সন্তান আসার খবর তাঁরা যৌথ ভাবে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন। লিখেছিলেন, 'মেয়েꦦ হয়েছে আমাদের।'
আরও পড়ুন: আরজি কর আন্দোলনে সামিল হতে🀅 'ফি' হিসেবে ফোন-টাকা নিয়েছেন কিছু সেলেব! বিস্ফোরক দাবি অরিন্দমের
আথিয়া শেট্টি এবং কে এল রাহুল প্রসঙ্গে
২০২৩ সালের ২৩ জ💦ানুয়ারি সাতপাকে বাঁধা পড়েন কে এল রাহুল এবং আথিয়া শেট্টি। সুনী🌟ল শেট্টির খান্ডালার বাগান বাড়িতে বসেছিল তাঁদের বিয়ের বাসর। কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর সাতপাকে বাঁধা পড়েন তাঁরা।