ভরা ভাদ্রে চার হাত এক হল ভাস্বর-দেবলীনার! অতীত ভুলে নতুন জীবন শুরু করলেন টেলিপাড়ার এই দুই তারকা? রবিবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় দেবলীনা দত্ত ও ভাস্বর চট্টোপাধ্যায়ের একটি ছবিকে ঘিরে। নতুন কনের সাজে দেবলীনা, পরনে হলুদ জামদানি। কপালে লাল টিপ, সিঁথি রাঙানো সিঁদুরে, সঙ্গে সোনায় গয়না। ম্যাচিং পাঞ্জাবিতে ঝলমলে ভাস্বর। দেবলীনাকে জাপটে রয়েছেন অভিনেতা। ছবির ক্যাপশনেও রহস্য বিদ্যমান। অভিনেতা লেখেন-‘ডান অ্যান্ড ডাস্টেড’, অর্থাৎ ‘এ বার সব কিছু সেরে ফেললাম।’ প্রশ্ন উঠেছিল তবে কি প্রাক্তন সম্পর্কের পাঠ চুকিয়ে নতুন শুরু দুজনে মিলে? আরও পড়ুন-‘মিটে গেল..’, বউ সাজে দেবলীনা, তাঁকে জড়িয়ে রয়েছেন ভাস্বর! অতীত ভুলে নতুন শুরু?