লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলের খবর এখন চর্চায়। এই লস অ্যাঞ্জেলেসের ফিন্যান্সিয়াল অ্যানালিসিস্ট জিন গুডএনাফের সঙ্গেই বহুদিন ধরে সংসার করছেন জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা। বর্তমানে তিনি সেখানেই রয়েছন। সে খবর পাওয়া থেকেই তাঁর অনুরাগীরা নায়িকা কেমন আছেন সেই বিষয় নিয়ে চিন্তিত ছিলেন। ভয়াবহ এই পরিস্থিততে কেমন আছেন প্রীতি? সেই কথা তিনি তাঁর পরিবার ও ভক্তদের জানিয়েছেন একটি সোশ্যাল মিডিয়া একটি পোস্টের মাধ্যমে।
নায়িকা পোস্টটি করে ভক্তদের আশ্বস্ত করেছেন যে, তিনি এবং তাঁর পরিবার নিরাপদে আছেন। প্রীতি জিন্টা লেখেন, ‘আমি কখনও ভাবিনি যে আমি এই দিন দেখার জন্য বেঁচে আছি, যেখানে লস অ্যাঞ্জেলেসে আমাদের আশেপাশের এলাকাগুলিতে আগুন ছড়িয়ে পড়বে, বন্ধুবান্ধব ও তাঁদের পরিবারকে ঘর ছাড়া হতে হবে, হাই অ্যালাট জারি করা হবে, ধোঁয়ায় ঢাকা আকাশ থেকে বরফের মতো ছাই ঝড়ে পরবে। আসলে এই ঝড়ো হাওয়া যতক্ষণ না শান্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভয় এবং অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। আমাদের সঙ্গে বাচ্চা ও বয়স্করা রয়েছেন। আমাদের চারপাশে যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চলছে তা দেখে সত্যি মন খুব খারাপ। তবে ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমরা এখনও পর্যন্ত নিরাপদে আছি।’
আরও পড়ুন: পায়ে চোট রশ্মিকার, বন্ধ 'সিকান্দর' ছবির কাজ! কবে সেটে ফিরবেন সলমনের নায়িকা
তিনি আরও লেখেন, ‘যাঁরা ঘরছাড়া হয়েছেন, এই অগ্নিকাণ্ডে যাঁরা সবকিছু হারিয়েছেন তাঁদের জন্য আমার খুব চিন্তা হচ্ছে, তাঁদের জন্য আমি প্রার্থনা করি। আশা করি এই হাওয়ার দাপট খুব তাড়াতাড়ি কমে যাবে এবং আগুন নিয়ন্ত্রণে আসবে। ফায়ার ডিপার্টমেন্ট, দমকল কর্মীরা সকলের জীবন ও সম্পত্তি বাঁচাতে যে ভাবে সাহায্য করছেন তাতে তাঁদের একটা বড় ধন্যবাদ না জানিয়ে পারছি না। সবাই নিরাপদে থাকুন।’
অভিনেত্রীর পোস্ট প্রকাশ্যে আসতেই নানা মন্তব্য করেছেন ভক্তরা। অনেকেই অভিনেত্রী ও তাঁর পরিবারের জন্য সুরক্ষা কামনা করেছেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা চোপড়াও লস অ্যাঞ্জেলেসের দাবানলের একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আমি সকলের জন্য প্রার্থনা করি। আশা করি আমরা সবাই আজ রাতে নিরাপদে থাকতে পারব।’ পাশাপাশি অভিনেত্রী নিরাপত্তা কর্মীদেরও ধন্যবাদ জানান।
আরও পড়ুন: 'এত সমস্যা...', প্রশ্মিতার সঙ্গে বিয়ে হয়েছে এখনও ১ বছর হয়নি, তার মধ্যে কেন এমন লিখলেন অনুপম?