২০১৬ সালে টেলিপাড়ার বিখ্যাত জুটি রাজা ও মধুবনী গোস্বামী বিয়ে করেন। দুজনের সম্পর্ক হয়েছিল ভালোবাসা ডট কমের সেট থেকে। পর্দায় ওম-তোড়ার চরিত্রে অভিনয় করতে করতেই, বাস্তবেও একে-অপরের প্রেমে পড়ে যান দুজন। এরপর বিয়ে। ২০২১ সালের এপ্রিল মাসে জন্ম হয় রাজা ও মধুবনীর ছেলে কেশবের।
সদ্য ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়েছেন রাজা-মধুবনী। দক্ষিণ কলকাতার এক ইংরেজি মাধ্যমের নামকরা বেসরকারি স্কুলের ছাত্র সে। আর এরই মাঝে ‘নতুন সদস্য আসার’ খবর দিলেন দম্পতি।
একটি ভ্লগ শেয়ার করেন মধুবনী ফেসবুকে। সেই ভিডিয়োর উপর বড় বড় করে লেখা ‘পরিবারে নতুন সদস্য আসছে’…! যদিও এই দেখে অনেকেরই মনে হতে পারে যে, হয়তো দ্বিতীয় সন্তানের বাবা-মা হতে চলেছেন তাঁরা। তবে ব্যাপারটা আসলে একেবারেই তা নয়! আসলে একটি ভিউজের চক্করে রহস্য করেছেন তাঁরা।
রাজাকে বলতে শোনা যায়, ‘দু বছর আগে মধুবনী আমাকে রয়াল এনফিল্ড মানে বুলেট গিফট করেছিল একটা। অনেকদিন ধরে আমার বাইকটা বদলানোর ইচ্ছে। কিন্তু নিচ্ছিলাম না। মধুবনীই বলল, তুমি কেন নিজের জ্য কিছু কিনছ না! আমিও ভাবলম, আমাদেরও বাইক নিয়ে যেহেতু এখন টুকটাক ট্রিপ করার ইচ্ছে রয়েছে, তাই একটু আপগ্রেড করিয়ে নেওয়াই যাক।’
আরও পড়ুন- কখনো আড়ি, আবার কখনো ভাব! ছেলে-মেয়ে কবীর আর কাব্যর কাণ্ড নিয়ে কী জানালেন মাম্মা কোয়েল মল্লিক